কিংকর্তব্যবিমূঢ়!
কিংকর্তব্যবিমূঢ়!
আচমকা জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আপনাকে কিংকর্তব্যবিমূঢ় করে তোলে। যেমনটা ঘটেছিলো লরার জীবনে।
যেদিনটাতে তার জন্য এসেছিলো ভীষণ আনন্দের এক খবর, তারই ভাবাবেগে যখন ভাসছিলেন তিনি, অপেক্ষা করছিলেন, কখন দেখা হবে প্রিয়তম স্বামীর সঙ্গে, দেবেন সেই খুশির খবর। বড় অংকের লটারি জিতে যেনো মেঘের ভেলায় ভাসতে ভাসতেই লরা ফিরছিলেন বাড়ি। তখন কি তিনি ঘুনাক্ষরেও জানতেন, ঘরেই অপেক্ষা করছে তার জন্য এক অন্য অমানিষা।
না জানলেও সেটাই হয়েছে। ঘরে ঢুকে লরা পেলেন একটি চিরকুট। তাতে লেখা প্রিয় স্ত্রী আমার আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। তোমার সঙ্গে আমার সাতটি বছর বেশ আনন্দে কেটেছে- আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকলো না। ইতি তোমার সাবেক স্বামী।
লটারি জয়ের সকল আনন্দ নিমেষে নিরানন্দে পরিণত হলোতো বটেই। কিন্তু লরা কোনও ভাবেই এই বিচ্ছেদের কারণ বুঝতে পারছিলেন না, কারণ বিবাহিত জীবনে তারা ভীষণ খুশিই ছিলেন। তবে স্বামী (সাবেক) অবশ্য তার ছেড়ে যাওয়ার কারণটি লিখে গেছেন- বলেছেন, লরা আপন বোনের সঙ্গেই তার নতুন সম্পর্ক এবং তার জন্যই তিনি লরাকে ছাড়ছেন।
একে তো স্বামীর ছেড়ে যাওয়া, তার ওপর তার নিজের বোনের সঙ্গে সম্পর্ক। নিতেই পারছিলেন না লরা। তবে মনের শান্ত্বনা এইটুকু যে, হাতে তার লটারি জয়ের বিশাল অংক।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?