মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিলেন করোনা যে প্রেমে বাঁধা হতে পারেনি 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৫২, ১২ নভেম্বর ২০২০

আপডেট: ১৬:১১, ১২ নভেম্বর ২০২০

৪৩০

ভিলেন করোনা যে প্রেমে বাঁধা হতে পারেনি 

কোভিড-১৯ পাল্টে দিচ্ছে পৃথিবীর অসংখ্য নিয়মকানুন। সে সাথে সৃষ্টি করছে বিরল কিছু উদাহরণও। তেমনই এক ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।  

৮১ বছর বয়সি স্টেফানো বোজ্জিনির স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু করোনাকালীন বিধি-নিষেধের কারণে স্ত্রী কার্লা সাচ্চির সাথে দেখা করার অনুমতি নেই এই বৃদ্ধের। কিন্তু তাই বলে কি ৪৭ বছর ধরে সংসার করা স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ বন্ধ থাকবে!

প্রিয়তমার সুস্থতা কামনায় তাই হাসপাতালের পাশে রাস্তাতেই চেয়ার নিয়ে বসে পড়লেন স্টেফনো। অ্যাকর্ডিয়ন (এক প্রকার বাদ্যযন্ত্র) হাতে গাইতে শুরু করেন এঞ্জেলবার্ট হাম্পারডিঙ্কের বিখ্যাত গান ‘স্পেনিশ আই’। তারপর একের এক গাইতে থাকেন স্ত্রীর পছন্দের সব গান। 

হাসপাতালে দ্বিতীয় তলা থেকে পুরো সময়টিতেই গান শুনতে থাকেন তার স্ত্রী কার্লা। এ সময় এক পথচারী আবেগঘন মুহুর্তটির ভিডিও করে তার ফেসবুকে আপলোড করলে দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তা। 

ভিডিওটিতে দেখা যায় একটি লাল সোয়েটার, নেভিব্লু রঙের প্যান্ট ও একটি পালকযুক্ত ক্যাপ ও মাস্ক পরে আছেন স্টেফানো। আর দ্বিতীয় তলা থেকে তার স্ত্রীসহ আরও দুই নারী দাঁড়িয়ে দেখছেন তা। তাদের মুখেও ছিল মাস্ক। গান গাওয়া শেষে স্ত্রীর উদ্দেশ্যে হাত নাড়েন স্টেফানো।

ভিডিওটিতে গান শেষ হওয়ার পর এক পথচারীকে ইতালিয়ান ভাষায় বাহবা দিতেও দেখা যায়। ইন্টারনেটে ছড়িয়ে যাওয়ার পর অনেকে  এটাকে করোনাকালে ভালবাসার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। 

ঘটনাটি ইতালির উত্তরাঞ্চল এমিলিয়া-রোমাগনার একটি শহরের। হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা করা না হলেও দেশটির করোনা বিধির কারণে স্ত্রীকে দেখতে যেতে পারেননি স্টেফানো। 

ইতালির সংবাদ সংস্থা আনসা জানায়, স্টেফানো ইতালিয়ান আর্মির পদাতিক বাহিনীর সদস্য ছিলেন আর ক্যাপটি তার ইউনিফর্মের অংশ। 

অ্যাকর্ডিনটি সবসময় তার সাথে থাকতো আর সারাক্ষণ সেটা দিয়ে গান গাইতেন বলে আর্মিতে তাকে ‘জিয়ান্নি মোরান্ডি’ নামে ডাকা হত। এই দম্পতি ১৯৭৩ সালে বিয়ে করেন। 

ভিডিওটি তাদের মেয়েও ফেসবুকে আপলোড দিয়ে লিখেন, ‘ আমার বাবা, দ্যা ওয়ান এন্ড অনলি’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank