বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের পর এবার আমেরিকায় নিষিদ্ধ হচ্ছে টিকটক

১৩:৪৭, ৭ জুলাই ২০২০

আপডেট: ২০:২২, ৭ জুলাই ২০২০

৮৭৩

ভারতের পর এবার আমেরিকায় নিষিদ্ধ হচ্ছে টিকটক

ভারতের পর এবার আমেরিকা। টিকটক-সহ বেশকিছু চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছে তারা। আর এমন ইঙ্গিত এসেছে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো’র কাছ থেকে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পম্পেয়ো এমন আভাস দেন।

পম্পেয়ো অবশ্য বলেছেন যা বলার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বলবেন। তবে আমি শুধু এটুকু বলতে চাই, বিষয়টিকে আমরা বেশ গুরুত্ব দিয়ে ভাবছি।

মার্কিন-চীন সম্পর্ক কখনোই মসৃন ছিল না। ইদানিংকালে করোনা পরিস্থিতি এবং হংকং ইস্যুতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। বিশ্বজুড়ে করোনা ছড়ানোয় অভিযুক্ত করে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত চীনকে বিঁধে চলেছেন। চীনপন্থি অভিযোগ করে বাতিল করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইও) দেওয়া আমেরিকার অনুদানও। এই আবহে এবার টিকটকসহ বেশ কয়েকটি চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ আমেরিকায় নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যে নজরদারি করে টিকটক, অনেকদিন ধরেই এমন অভিযোগ করে আসছিলো আমেরিকা। এবার তারা পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে।

দুই দেশের মধ্যকার সীমান্ত সংঘর্ষ এবং তার ধারাবাহিকতায় চলমান উত্তেজনায় ভারতে ইতিমধ্যেই টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank