মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিশ্চিত ভ্রমণে প্রমোদতরীতেই করোনা ল্যাব

সাতরং ডেস্ক

১৫:৪৮, ১১ নভেম্বর ২০২০

আপডেট: ১৬:১৬, ১১ নভেম্বর ২০২০

৪৯৪

নিশ্চিত ভ্রমণে প্রমোদতরীতেই করোনা ল্যাব

দীর্ঘদিন বন্ধ থাকার পর কিছু বিধি-নিষেধ মেনে আবারও শুরু হয়েছে পর্যটন ব্যবসা। কোভিড-১৯ সময়েও কীভাবে মানুষকে নিরাপদ রেখে ভ্রমণ নিশ্চিত করা যায় সে উপায় এখন বুঝে গেছে প্রতিষ্ঠানগুলো। 

একঘেয়েমি কাটাতে অনেক দেশেই চালু হয়েছে গন্তব্যহীন ফ্লাইট বা ক্রুজ শিপ (ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি জাহাজ)। এর মাঝেই পর্যটকদের জন্য দারুণ এক সুসংবাদ নিয়ে এসেছে ভাইকিং স্টার ক্রুজ শিপ কর্তৃপক্ষ।

মহামারীর সময়ে নিরাপদ ভ্রমণ নিশ্চিতে ভাইকিং জাহাজেই করোনা টেস্ট করার ল্যাব বসিয়েছে প্রতিষ্ঠানটি। ৯৩০ জন যাত্রী ধারণক্ষমতা জাহাজটিতে স্টাফসহ সব যাত্রীরই নিয়মিত করোনা পরীক্ষা করা যাবে ল্যাবটিতে।  

এটাই এখন পর্যন্ত একমাত্র ক্রুজ শিপ যেখানে করোনা পরীক্ষার জন্য ল্যাব বসানো হয়েছে। 

পিসিআর টেস্টিংয়ের মতো তেমন জটিল নয় এই ল্যাবের টেস্ট পদ্ধতি। অ্যান্টিজেনগুলো শনাক্ত করতে পারে এমন সোয়াব নমুনা হলেই করোনা পরীক্ষা করা সম্ভব এই ল্যাবে। ২০২১ সালের ডিসেম্বর মাসে ১৩৬ দিনের জন্য বিশ্বভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভাইকিং স্টার ক্রুজ শিপ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank