সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উদাস লাগছিল, তাই মিলিয়ন ডলার পেইন্টিং-এ চোখ আঁকলেন নাইটগার্ড

সাতরং ডেস্ক

১৫:১১, ১০ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৫:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২২

৫২১

উদাস লাগছিল, তাই মিলিয়ন ডলার পেইন্টিং-এ চোখ আঁকলেন নাইটগার্ড

থ্রি ফিগার্স
থ্রি ফিগার্স

প্রথম দিন কাজে এসেছেন, একটু দায়িত্ব পালন করেই বিরক্তিবোধ হলো।

তাই বসে বসে জাদুঘরের দুইটি ছবিতে নিজেই কলম চালানো শুরু করলেন। ছবিগুলোর ওপর জোড়া চোখ এঁকে দিলেন।

ওই মানুষের অবয়বের ছবিগুলোতে কোনো চোখ ছিলো না, নিজে 'চক্ষুদান' করে হয়তো তিনি ভেবেছিলেন এবার বোধহয় সেগুলো আরেকটু সুন্দর দেখাচ্ছে।

কিন্তু তিনি জানতেন না যে ছবিজোড়াতে তিনি নিজের 'শিল্পবোধ' চাপিয়ে দিয়েছিলেন, সেগুলো একটি ধ্রুপদী চিত্রকর্মের অংশ। আর তার দামও এক মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে আট কোটি টাকার বেশি।

এ ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটির পশ্চিম-মধ্যাঞ্চলের ভেরদলভস্ক অবলাস্ত অঞ্চলে অবস্থিত ইয়েলতসিন সেন্টার জাদুঘরে অ্যানা লেপোর্স্কায়ার মুখহীন অবয়ব সিরিজের তিনটি মুখের একটি শিল্পকর্ম রয়েছে।

'থ্রি ফিগার্স' নামের ওই চিত্রকর্মে তিনটি চেহারা ছাড়া মুখ থাকলেও ওই নৈশপ্রহরীর কল্যাণে এখন দুইটি ছবিতে দুই জোড়া চোখ পিটপিট করছে।

জানা গেছে ৬০ বছর বয়সী ওই নৈশপ্রহরী আগে একটি প্রাইভেট ফার্ম-এ কাজ করতেন। তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তাকে বরখাস্ত করা হয়েছে বলে শোনা গেছে।

এ ঘটনার পরে বিশেষজ্ঞরা চেষ্টা করছেন ছবিগুলোর পূর্বের রূপ ফিরিয়ে আনতে।

সূত্র: মিরর ইউকে

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank