হিটলারের ভাইপো যুদ্ধ করেছিলেন মার্কিন নৌবাহিনীর হয়ে
হিটলারের ভাইপো যুদ্ধ করেছিলেন মার্কিন নৌবাহিনীর হয়ে
উইলিয়াম প্যাট্রিক স্টুয়ার্ট-হিউস্টন |
১৯১১ সালের মার্চ মাসে লিভারপুলে জন্মগ্রহণ করেন উইলিয়াম হিটলার। তার মা ব্রিজেত ছিলেন আইরিশ, বাবা অস্ট্রিয়ান অ্যালিওস হিটলার জুনিয়র। সম্পর্কে অ্যাডলফ হিটলারের ভাই হতেন এই অ্যালিয়স।
ছোটবেলায় বাপ অ্যালিওস পরিবার ছেড়ে জার্মানি চলে যায়। ১৮ বছর বয়সে বাপকে খুঁজতে জার্মানি যায় উইলিয়াম। সেখানে তাদের দেখাও হয়। কোনো একদিন দুজনে মিলে অ্যাডলফের নাৎসি পার্টির র্যালি দেখতে যায় তারা।
১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার তার ভাইপো উইলিয়ামকে রাইখসক্রেদিটব্যাংক-এ একটা চাকরির ব্যবস্থা করে দেন। তবে উইলিয়ামের আরও উচ্চাশা ছিল। জার্মানির চ্যান্সেলরের ভাইপো হয়ে তার ইচ্ছে ছিল আরও ভালো কিছু করার।
কিন্তু কিছুতেই সুবিধা হয় না। তখন উইলিয়াম হিটলারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তাতে তার জীবন নিয়েই টানাটানি পড়ে।
অনেক কষ্টে জার্মানি থেকে পালিয়ে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হয় উইলিয়াম। মার্কিন যুক্তরাষ্ট্রে তার নাম পাল্টে হয়ে যায় উইলিয়াম প্যাট্রিক স্টুয়ার্ট-হিউস্টন। এটা ঠিক যুদ্ধ শুরু হওয়ার আগের ঘটনা।
এর ফাঁকে ব্রিটেনে গিয়ে সেখানকার সেনাবাহিনীতে যোগ দিতে চাইলেও ব্রিটিশরা তাকে সে সুযোগ দেয়নি। পরে যুক্তরাষ্ট্রে ফিরে একই চেষ্টা করলেও আবারও ব্যর্থতাই মেনে নিতে হয় উইলিয়ামকে।
এরপর হাল না ছেড়ে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মার্কিন নেভিতে উইলিয়ামের স্থান হয়। প্রথমে নেভি হাসপাতালের কোরম্যান হিসেবে কাজ করলেও ১৯৪৪ সালের দিকে এক ঘটনায় তার পায়ে শার্পনেল ঢুকে পড়ে। সে সুবাদেই উইলিয়াম পেয়ে যান সামরিক সম্মাননা পার্পল হার্টও।
হয়তো রক্তক্ষয়ী কোনো যুদ্ধে উইলিয়াম অংশগ্রহণ করেননি, অথবা জার্মানির মাটিতে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেননি তিনি, কিন্তু সর্বোপরি হিটলারের ভাইপো হয়েও দৈবক্রমে হিটলারের বিরুদ্ধেই যুদ্ধ করতে হলো তাকে।
সূত্র: হিস্টোরি ইউকে
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?