সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যাপ্টেন কুকের জাহাজ ডোবার স্থান নিয়ে বিতর্কে মার্কিনী-অজিরা

সাতরং ডেস্ক

১৮:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২২

৫২১

ক্যাপ্টেন কুকের জাহাজ ডোবার স্থান নিয়ে বিতর্কে মার্কিনী-অজিরা

ক্যাপ্টেন জেমস কুক ছিলেন একজন ব্রিটিশ অভিযাত্রী, নাবিক, ও রয়্যাল নেভির ক্যাপ্টেন। ১৭৬৮ থেকে ১৭৭৮ সালে তার তিনটি সমুদ্রযাত্রার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।

এবার তার জাহাজের সন্ধান নিয়েই তর্কে জুড়েছেন আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা দাবি করছেন কুকের জাহাজ এইচএমএস এনডেভার-এর শেষ সমাধিস্থল পাওয়া গিয়েছে। তাদের সেই দাবিকে 'আগ-বাড়িয়ে মন্তব্য' বলে অভিহিত করেছেন মার্কিন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম (এএনএমএম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্ট হার্বারের কাছে পাওয়া ধ্বংসাবশেষটি কুকের জাহাজের।

এএনএমএম-এর পরিচালক ও প্রধান নির্বাহী কেভিন সাস্পশন বলেন, আর্কাইভাল ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের ওপর নির্ভর করে আমি নিশ্চিত করে বলতে পারি এটা কুকের জাহাজ এনডেভর।

কিন্তু রোড আইল্যান্ড মেরিন আর্কিওলজি প্রজেক্ট (আরআইএমএপি) বলেছে, এ বিষয়ে এখনো অনেক 'প্রশ্নের উত্তর অজানা'।

১৭৭০ সালে ব্রিটিশদের তৈরি কয়লাচালিত এ জাহাজটি পূর্ব অস্ট্রেলিয়ায় ভিড়ে। ১৭৭৮ সালের আগস্ট মাসে আরও ১২টি জাহাজ সহ এনডেভার রোড আইল্যান্ডসংলগ্ন এলাকায় ডুবে যায়।

সূত্র: বিবিসি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank