সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ার আর্কটিকে ‘ঘরে থাকছে’ মেরুভালুক

সাতরং ডেস্ক

১৯:২৬, ২৮ জানুয়ারি ২০২২

৬০৮

রাশিয়ার আর্কটিকে ‘ঘরে থাকছে’ মেরুভালুক

ছবি: দিমিত্রি কখ
ছবি: দিমিত্রি কখ

রাশিয়ার আর্কটিক দ্বীপে এবার মেরুভালুককে দেখা গেলো ঘরের ভেতর বাসা গড়তে।

মানুষের পরিত্যক্ত ওই ঘরগুলোতে গিয়ে উঠেছে এই মেরুভালুকেরা। একজন রাশিয়ান ফটোগ্রাফার ওই গৃহস্থ ভালুকদের ছবি তুলেছেন।

২০২১ সালে দিমিত্রি কখ রাশিয়ার উত্তরের চুকটকা অঞ্চলের র‍্যাংগেল দ্বীপে যান মেরুভালুকের ছবি তুলতে। সেখানেই তার ক্যামেরায় ধরা পড়ে ভালুকগুলোর এই অদ্ভুত আচরণ।

সোভিয়েত আবহাওয়া স্টেশনের পরিত্যক্ত ওই ভবনগুলোতে কমপক্ষে ২০টি ভল্লুক আবাস গড়েছে।

ওই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সি আইস লক্ষ্য করেন এই ফটোগ্রাফার। সিল ধরার জন্য সি আইস ব্যবহার করে মেরুভালুকেরা। সেজন্য হয়তো নিজেদের মূল আবাস ছেড়ে এই সি আইসসমৃদ্ধ এলাকায় বাড়িগুলোতে ঘাঁটি গেড়েছে ভালুকগুলো।

তার ছবিগুলোতে দেখা যায় ঘরের জানালা দিয়ে উঁকি মারছে কোনো ভালুক। কোনোটি আবার দাওয়ার ওপর দাঁড়িয়ে আছে।

পোলার বিয়ার বা মেরুভালুকেরা সচরাচর মানুষের আবাসস্থল থেকে অনেক দূরে আর্কটিকের দূরবর্তী অঞ্চলগুলোতে বাস করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে তাদের আবাসস্থলের ক্ষতি হচ্ছে।

সূত্র: লাইভসায়েন্স

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank