সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাম্বিয়ার প্রেসিডেন্টের বিদেশ ভ্রমণের বাতিক, সমালোচনায় বিরোধী দল

সাতরং ডেস্ক

১৫:০৮, ২৭ জানুয়ারি ২০২২

৪৬৩

জাম্বিয়ার প্রেসিডেন্টের বিদেশ ভ্রমণের বাতিক, সমালোচনায় বিরোধী দল

হাকাইন্ডে হিশিলেমা
হাকাইন্ডে হিশিলেমা

বারবার বিদেশ ভ্রমণ করে বিরোধীদলের সমালোচনার শিকার হয়েছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্ডে হিশিলেমা।

২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর গত বুধবার (২৬ জানুয়ারি) নবমবারের মতো বিদেশ ভ্রমণ করেন তিনি। ওই দিন তিনি দুই দিনের জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন।

তার এবারের ভ্রমণের উদ্দেশ্য হলো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে আলোচনা ও একটি বইয়ের মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করা।

তবে তার এই ভ্রমণ স্রেফ সৌজন্য সাক্ষাৎ হিসেবে প্রকাশ পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছে দেশটির বিরোধী দল সোশালিস্ট পার্টি। তারা জানতে চেয়েছে স্রেফ সৌজন্য সাক্ষাৎ করার জন্য বিদেশ ভ্রমণ করা কতটুকু যৌক্তিক।

সোশালিস্ট পার্টি'র সভাপতি ফ্রেড মেম্বে তার ফেইসবুকে এই ভ্রমণ প্রেসিডেন্টের ব্যক্তিগত খায়েশ পূরণে একটি অজুহাত কিনা সে নিয়ে প্রশ্ন করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট হিশিলেমা নিজে বিরোধীদলে থাকাকালীন তখনকার প্রেসিডেন্ট এডগার লুংগু'র অতিরিক্ত বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনা করেছিলেন।

তবে ফেইসবুকে একাধিক পোস্ট দিয়ে প্রেসিডেন্ট হিশিলেমা তার বিদেশ ভ্রমণের কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা'র সাথে তিনি 'উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, এবং দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধ করার বিষয়ে' দ্বিপক্ষীয় আলোচনা চালিয়েছেন

এছাড়া তিনি গ্রেগ মিলস-এর লেখা এক্সপেন্সিভ পোভার্টি, হোয়াই এইড ফেইলস অ্যান্ড হাউ ইট ক্যান ওয়ার্ক গ্রন্থের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও নিশ্চিত করেছেন।

সূত্র: বিবিসি

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank