যেসব পাখি উড়তে পারে না
যেসব পাখি উড়তে পারে না
এমন যদি হতো, আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পাখি মানে আকাশ, ওড়াউড়ি এসবই চোখের সামনে ভেসে ওঠে।
কিন্তু অনেক পাখিই উড়তে পারে না। তারা আকাশের নয়, মাটির পাখি। ক্যালিফোর্নিয়া স্টেইট ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও পাখিবিশারদ রজার জে. লেডেরার জানিয়েছেন, প্রায় ১২৬ প্রজাতির পাখি উড়তে পারে না।
জেনে নেওয়া যাক এরকম কয়েকটি পাখির কথা যেগুলোর প্রজাতি কোনো একসময় উড়তে পারলেও আজকে তারা ওড়াউড়ির ক্ষেত্রে পুরোপুরি অপারগ।
উটপাখি
সবচেয়ে বড় পাখি উটপাখি। কখনোকখনো নয় ফুট পর্যন্ত উঁচু হয় এগুলো। ভরও সাধারণ মানুষের চেয়ে বেশি হতে পারে। সেটা ১২০-১৩০ কেজিও ছাড়াতে পারে।
উড়তে না পারলেও উটপাখি দৌড়াতে পারে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে। এত ভরের কারণে ওড়া সম্ভব নয় উটপাখির। বরং পাখা ব্যবহার করে সঙ্গী খোঁজে বা শরীরের ভারসাম্য রক্ষা করে পাখিটি।
পেঙ্গুইন
পেঙ্গুইনের ১৮টি প্রজাতি আছে, কিন্তু কোনোটিই উড়তে পারে না। তবে তারা ডানা ব্যবহার করে ভালো সাঁতরাতে পারে।
কিউই
নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই। মোটামুটি দূরত্ব মেপে থাকে এই নিশাচর পাখিটি। কিউই পাখি বাসা বানায় না, বরং মাটিতে গর্ত করে থাকে।
উড়তে না পারা এ পাখিটিকে দেখে ডানা নেই বলে মনে হলেও আদতে এর কেবল এক ইঞ্চি দৈর্ঘ্যের ডানা আছে। এ ডানাজোড়া শরীরের পালকের নিচে লুকানো থাকে। এছাড়া এ পাখির লেজও নেই।
ক্যাসোয়ারি
কালো শরীর, চুলের মতো পালক, রঙিন গলা, মাথার ওপরে চূড়া; এ হচ্ছে ক্যাসোয়ারি পাখির রূপ। অস্ট্রেলিয়া ও নিউগিনির রেইনফরেস্টে বাস করে এটি।
স্টিমার ডাক
দেখতে সাধারণ হাঁসের মতো হলেও এটি মোটামুটি আক্রমণাত্মক। এর চারটি প্রজাতি আছে, যার মধ্যে তিনটি প্রজাতি উড়তে পারে না।
হাউ স্টাফ ওয়ার্কস অবলম্বনে
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?