সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেয়ে জামাইকে ৩৬৫ দিন ভালো রাখতে…

সাতরং ডেস্ক

১২:২২, ১৯ জানুয়ারি ২০২২

৫৯৮

মেয়ে জামাইকে ৩৬৫ দিন ভালো রাখতে…

বিশ্বের বিভিন্ন অঞ্চলে মেয়ে জামাইদের নানা ঢঙে সমাদর করা হয়। তবে ভারতের তেলেঙ্কানায় ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী দম্পতি যা করলেন তা ছাড়িয়ে গেলো সবকিছুকে। 

সংক্রান্তি উপলক্ষে হবু জামাইকে দাওয়াত করে ৩৬৫ রকমের খাবার খাইয়েছেন তারা। তাক লাগানো এ ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়।

সংক্রান্তির দিন জামাইয়ের জন্য খাবারের আয়োজন তেলেগুৃ সংস্কৃতির অঙ্গ। সে ঐতিহ্য মেনেই হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছিলেন শ্বশুড়- শাশুড়ি। হবু শাশুড়ির শখ ছিল জামাইকে ‘ভুরিভোজ’ করাবেন। সেভাবেই করেন আয়োজন। 

তো, খেতে বসে হবু জামাই সাইকৃষ্ণের চোখ কপালে! ডাইনিং টেবিল তো বটেই, গোটা ঘর জুড়েই কেবল খাবার আর খাবার! পরে জিজ্ঞেস করে জেনেছেন সাইকৃষ্ণ, পদ ছিল মোট ৩৬৫টি। 

হবু শাশুড়ি মাধবী জানিয়েছেন, জামাইয়ের বছরের প্রতিটি দিন যেন ভালো যায় সে প্রত্যাশা থেকেই ৩৬৫ পদের আয়োজন। 

খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠাণ্ডা ও গরম পানীয়, ফল। 

এ মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে ভেঙ্কটেশ্বরা-মাধবী দম্পতির আদরের মেয়ে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank