শূকরের হৃৎপিণ্ড পাওয়া লোকটি অতীতের অপরাধী
শূকরের হৃৎপিণ্ড পাওয়া লোকটি অতীতের অপরাধী
সম্প্রতি বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি শূকরের জিনগতভাবে পরিবর্তিত হৃৎপিণ্ড মানুষের দেহে স্থাপন করেছেন।
যে লোকটির শরীরে শূকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয় তার নাম ডেভিড বেনেট। তার বয়স ৫৭ বছর এবং শারীরিক অবস্থা বেশি দুর্বল হওয়ায় ডাক্তারদের পক্ষে তার শরীরে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন সম্ভব হয়নি।
এবার জানা গেছে ডেভিড বেনেট একজন অপরাধী। ১৯৮৮ সালে তিনি একজন লোককে সাতবার ছুরিকাঘাত করেন।
এডওয়ার্ড শুমেকার নামের ওই ব্যক্তি আক্রমণের কারণে প্যারালাইজড হয়ে যান। বিবিসি রেডিও ৪-এর একটি অনুষ্ঠানে এ খবর প্রকাশ করেছেন শুমেকারের বোন লেইসলি শুমেকার ডাউনি।
সে আঘাতের ফলে ১৯ বছর শারীরিক জটিলতায় ভুগে অবশেষে ২০০৭ সালে মারা যান শুমেকার। লেইসলি বলেন, শল্যচিকিৎসার ক্ষেত্রে নতুন পথ দেখানো এ হার্ট ট্রান্সপ্লান্টের অযোগ্য ডেভিড বেনেট।
তবে চিকিৎসকেরা বলেছেন কারও অপরাধের কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা অনুচিত। ১৯৮৮ সালে বেনেটের স্ত্রী শুমেকারের কোলে বসার কারণে এ আক্রমণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বেনেটের ১০ বছরের কারাদণ্ড হয়। লেইসলি বলেন, এ চিকিৎসার জন্য বেনেট নয়, বরং ডাক্তারদের প্রশংসা ও আলোচনায় রাখা উচিত।
বিবিসি অবলম্বনে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?