সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০০ রোমান কয়েন খুঁজে বের করলো ব্যাজার

সাতরং ডেস্ক

১৬:৫৭, ১৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৫৮, ১৪ জানুয়ারি ২০২২

৫৯৬

২০০ রোমান কয়েন খুঁজে বের করলো ব্যাজার

গন্ধ শুঁকে শুঁকে জিনিসপত্র খুঁজে বের করতে কুকুরের জুড়ি নেই। তবে শূকরও একই কাজটা ভালোই করতে পারে।

কিন্তু এবার নতুন এক জন্তু নিজে থেকেই উদ্ধার করলো প্রায় ২০০টি প্রাচীন রোমান কয়েন। ছোটছোট পায়ের সর্বভুক এ প্রাণীটি ব্যাজার নামে পরিচিত।

খাবার খুঁজতে গিয়ে স্পেইনের অস্টুরিয়ার লা কোয়েস্টা নামক স্থানে মাটি খুঁড়ে ২০০টি প্রাচীনকালের রোমান মুদ্রা বের করে ফেলেছে ওই ব্যাজারটি। ঘটনাটি ঘটেছে ২০২১ সালের এপ্রিল মাসে, তবে তা সম্প্রতি প্রকাশ পেয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেট্রো ইউকে

ব্যাজারটিকে অবশ্য দেখতে পাননি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাই ওই ক্ষুদে প্রাণীটিই যে ধাতব মুদ্রাগুলো উদ্ধার করেছে তার প্রমাণ কী? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, ওই মুদ্রাগুলো পাওয়া গিয়েছে ব্যাজারটির গর্ত ও তার আশেপাশে। তাই বিজ্ঞানীদের ধারণা মূলত খাবার খুঁজতে খুঁজতে মাটির তলা থেকে কয়েনগুলো বের করে এনেছে ব্যাজারটি।

ব্যাজার সাধারণত বেরি, পোকামাকড় ইত্যাদি খায়। ২০২১-এর ওই সময়ে স্পেইনে শীত বেশি পড়েছিল। তাই খাবারের সাধারণ উৎসগুলো অপ্রতুল হয়ে পড়েছিল প্রাণীদের জন্য। সে কারণে মাটির নিচে খাবার খোঁজাটা অস্বাভাবিক কিছু নয়।

উদ্ধার করা কয়েনগুলো ৩য় থেকে ৫ম শতকের। ধারণা করা হচ্ছে জার্মানদের স্পেইন আক্রমণ করার আগে কেউ মুদ্রাগুলো ওখানে লুকিয়ে রেখেছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank