ভারতে লোন না পাওয়ায় ব্যাংকে আগুন
ভারতে লোন না পাওয়ায় ব্যাংকে আগুন
ব্যাংকের কাছে লোন চেয়ে আবেদন করেছিলেন ওয়াসিম হাজারাতসাব মোল্লা নামে এক ব্যক্তি। কিন্তু জমা দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় তার আবেদন নাকচ করে দেয় ব্যাংক।
এতে ক্ষুব্ধ হয়ে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী ওয়াসিম। গত রবিবার (৯ জানুয়ারি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের এবং গ্রেফতার করা হয়েছে।
কর্ণাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম। সম্প্রতি তিনি স্থানীয় হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন।
পুলিশ বলছে, ওই ব্যক্তির টাকার দরকার ছিল। তিনি ব্যাংকের কাছে ঋণ আবেদন করেন। কিন্তু তার নথিপত্র নেওয়ার পরেও তাকে ঋণ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ব্যাংকে আগুন ধরিয়ে দিয়েছেন।
এ ঘটনায় তদন্ত চলছে। অগ্নিসংযোগের পর ওই লোক পালিয়ে গিয়েছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, আগুনে ব্যাংকের নথিপত্র ও আসবাব পুড়ে ছাই গেছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য অগ্নিনির্বাপণর্কীরা দ্রুত সেখানে চলে আসেন।
খবরে বলা হয়, ওই ব্যক্তি একটি বাইকে করে ব্যাংকে আসেন। এরপর জানালা ভেঙে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভবনটি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা সেখানে ছুটে যান।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?