সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তালেবানের কাবুল দখল: হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন আফগান দম্পতি

সাতরং ডেস্ক

১৮:২৮, ৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:২৮, ৯ জানুয়ারি ২০২২

৪৩১

তালেবানের কাবুল দখল: হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন আফগান দম্পতি

সোহাইলকে দাদার হাতে তুলে দেওয়ার সময় কাঁদছেন হামিদ সাফি
সোহাইলকে দাদার হাতে তুলে দেওয়ার সময় কাঁদছেন হামিদ সাফি

২০২১ সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিলে অনেকে শহর ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে পালিয়ে যান।

সেসময় কাবুল বিমানবন্দরে অরাজক পরিস্থিতি তৈরি হয়। আফগানিস্তানে থাকা বিভিন্ন দেশ তল্পিতল্পা গোটানোর সময় কিছু শরণার্থীকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল।

এ বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক আফগান তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন চিরকালের জন্য। বিশেষত অনেক শিশুই মা-বাবা'র কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার সেরকমই এক হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছে আফগান মা-বাবা।

দুই মাস বয়সী সোহাইল আহমাদিকে বেড়া ডিঙিয়ে অপর প্রান্তে থাকা মার্কিন সৈনিকের হাতে তুলে দিয়েছিলেন তার মা-বাবা। কিন্তু পরে নিজেরা বিমানবন্দরে ঢোকার পর তাকে আর খুঁজে পাননি।

ওনেক খোঁজাখুঁজির ব্যর্থ চেষ্টার পর মির্জা আলি আহমাদি ও তার স্ত্রী সুরায়া তাদের বাকি চার সন্তানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেন। ভেবেছিলেন চিরকালের মতো তাদের ছোট সন্তানকে হারিয়ে ফেলেছেন।

কিন্তু বার্তাসংস্থা রয়টার্স-এ তাদের এ ঘটনা প্রকাশিত হওয়ার পর হামিদ সাফি নামের আফগানিস্তানের এক ট্যাক্সি ড্রাইভারের বাসায় ওই ছেলেটিকে পাওয়া যায়।

সোহাইলকে বিমানবন্দরে একা কাঁদতে দেখে সঙ্গে করে নিয়ে নেন হামিদ। অনেক খোঁজাখুঁজি করে তার মা-বাবাকে না পেয়ে নিজের সন্তানের মতো তাকে পালন করার চিন্তা করেন তিনি।

বাদাকশানের বাসিন্দা সোহাইলের দাদা যখন জানতে পারেন তার নাতি হামিদের কাছে আছেন, তখন তিনি কাবুলে হামিদের বাড়িতে গিয়ে নাতিকে ফেরত চান।

হামিদ সোহাইলকে ফেরত না দিয়ে তার নিজের পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার দাবি করে। শেষে অনেক আলাপ-আলোচনা ও তালেবান পুলিশের মধ্যস্থতায় সোহাইলকে বুঝে পান তার দাদা।

দাদা-নাতির এই মিলনমেলা ভিডিও চ্যাটের মাধ্যমে প্রত্যক্ষ করেছেন আমেরিকায় থাকা সোহাইলের মা-বাবা। ছোট্ট সোহাইলকে যুক্তরাষ্ট্রের মিশিগানে মা-বাবা'র কাছে পাঠানোর বন্দোবস্ত চলছে বর্তমানে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank