১২ বার টিকা নিতে গিয়ে ধরা, বললেন আরো নেওয়ার ইচ্ছে ছিলো
১২ বার টিকা নিতে গিয়ে ধরা, বললেন আরো নেওয়ার ইচ্ছে ছিলো
ইচ্ছে ছিলো যত বেশিবার সম্ভব করোনা টিকা নেওয়া। তারজন্য সম্ভাব্য সব কিছুই করেন ভারতের বিহার রাজ্যের ৮৪ বছর বয়সী বৃদ্ধ ব্রহ্মদেও মণ্ডল। ১১ বার সফলও হয়েছেন। তবে ১২ বার টিকা নিদে গিয়ে ধরা পড়েন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মদেও মণ্ডল ৪ জানুয়ারি টিকা নিতে একটি কেন্দ্রে হাজির হয়েছিলেন। সেখানকার স্বাস্থ্যকর্মীরা তাকে ধরে ফেলেন।
ভারত সরকার এখন পর্যন্ত দুই ডোজ টিকা দিচ্ছে। তবে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির করোনাযোদ্ধাদের ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।
ব্রহ্মদেও মণ্ডল ডাক বিভাগের সাবেক কর্মী। তিনি স্বীকার করেছেন, বিভিন্ন তারিখে বেশ কয়েকটি টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন তিনি। ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি পুরাইনি পিএইচসি কেন্দ্রে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন। এরপর ১৩ মার্চ একই কেন্দ্রে পরবর্তী ডোজ নেন।
নিজের আধার কার্ড ও মোবাইল নম্বর আটবার ব্যবহার করেছেন তিনি। এ ছাড়া স্ত্রীর মোবাইল নম্বর ও নিজের ভোটার আইডি কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন তিনি।
ব্রহ্মদেও বলেন, সরকার দারুণ একটি জিনিস বানিয়েছে। তার ইচ্ছা অনেক টিকা নেবেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?