সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুকুরের জন্মদিন পালনে ভাড়া করা হয় ৫২০টি ড্রোন 

সাতরং ডেস্ক

১২:৩৩, ৭ জানুয়ারি ২০২২

আপডেট: ১২:৩৫, ৭ জানুয়ারি ২০২২

৪৪৪

কুকুরের জন্মদিন পালনে ভাড়া করা হয় ৫২০টি ড্রোন 

প্রিয় মানুষের জন্মদিন পালনে বহু পাগলামো কাণ্ডের কথা শোনা গেছে। তবে পোষা কুকুরের জন্মদিন পালনে এক তরুণী যা করলো তাকে কেবল পাগলামি বলা যেতে পারে।

পোষা কুকুরের জন্মদিন ধুমধাম করে পালন করতে ৫২০টি ড্রোন ভাড়া করে তরুণী। এসব ড্রোন ভাড়া করতে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে ১২ লাখ টাকারও বেশি। তার কারণে অবশ্য তোপের মুখে পড়তে হয় তাকে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
চীনের হুনান প্রদেশের প্রাণীপ্রেমী ওই তরুণী প্রিয় কুকুর ডুডুর ১০তম জন্মদিন পালনের জন্য এক লাখ ইউয়ান ব্যয় করে ৫২০টি ড্রোন ভাড়া করেন। ওই ড্রোনগুলো স্থানীয় একটি নদীর ওপর রাতে লাইট শোর মাধ্যমে ফুটিয়ে তোলে ‘শুভ দশম জন্মদিন ডুডু’ লেখা। এ ছাড়া লাইট শোর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় জন্মদিনের কেক এবং উপহারের বক্স।

অবশ্য ৫২০টি ড্রোন ভাড়া করার আরেকটি কারণ আছে। সেটা হলো, চাইনিজ ম্যান্ডারিন ভাষার উচ্চারণে ৫২০ সংখ্যাটি ইংরেজি ‘আই লাভ ইউ’ এর মতো। এ কারণেই ৫২০টি ড্রোন ভাড়া করেন ওই তরুণী।
 
এদিকে নো-ফ্লাইং জোনে ড্রোন উড়ানোর কারণে তোপের মুখে পড়েছেন ওই তরুণী। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবন থাকায় সেখানে ড্রোন উড়ানো বিপজ্জনক। এ ছাড়া আবাসিক এলাকায় ড্রোন উড়ানোর জন্য পুলিশের অনুমতি প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank