রাস্তায় মৌচাষিদের আন্দোলন, মৌমাছির কামড় খেলো পুলিশ
রাস্তায় মৌচাষিদের আন্দোলন, মৌমাছির কামড় খেলো পুলিশ
চিলির রাস্তায় মৌমাছি চাষকারীরা প্রতিবাদ করেছেন। তাদের হয়ে পুলিশের সাথে ‘লড়েছে’ মৌমাছিরা।
চিলিতে লম্বা সময় ধরে খরা চলছে। এতে করে মৌমাছির খাবারের উৎস যেমন ফুল ও শস্য কমে গেছে। এ জন্য সরকারের কাছে সহায়তা চেয়ে রাজধানী সান্তিয়াগোতে আন্দোলন করেছে মৌচাষিরা।
রাষ্ট্রপতির বাসভবনের বাইরে প্রতিবাদ শুরু করে ওই চাষিরা। প্রায় ৬০টি মৌচাকের বাক্স রাস্তায় বসিয়ে দেয় তারা। ওগুলোতে ছিল মোটমাট প্রায় ১০ হাজারের মতো মৌমাছি।
এত সংখ্যক মৌমাছির সাথে পুলিশ কী করবে। তাও ওসব মৌচাক সরাতে যাওয়ার চেষ্টা করে সাত জন পুলিশ ভালোমতোই মৌমাছির কামড় খেয়েছে। পরে অবশ্য চারজন মৌচাষিকে গ্রেফতার করেছে তারা।
মৌমাছির মৃত্যু কেবল তাদের শিল্পের জন্য ক্ষতিকর নয়, বরং তা বিশ্বের ওপরও প্রভাব ফেলবে বলে জানিয়েছেন একজন মৌচাষি। রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্দোলনকারী চাষিরা চান সরকার মধুর দাম বাড়াক বা মধু উৎপাদনের ক্ষেত্রে ভর্তুকি দিক।
তবে চিলি’র কৃষি মন্ত্রণালয় জানিয়েছে তারা আন্দোলনকারীদের দুশ্চিন্তার বিষয়ে একমত। সংস্থাটি আরও জানিয়েছে সবচেয়ে বেশী পানিসংকটে ভোগা ২০টি সম্প্রদায়কে তারা কয়েক মাস ধরে সহায়তা দিয়ে যাচ্ছে।
তবে এ ধরনের প্রতিবাদে অনেক পথচারীরই অসুবিধা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, শহরের রাস্তায় অসংখ্য মৌমাছি উড়ে বেড়াচ্ছে। একজন পথচারী সাংবাদিকদের বলেন, ‘যারা অ্যালার্জিক তাদের জন্য এটি বিপদজনক, কারণ এতে তাদের মৃত্যুও হতে পারে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?