সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮৭৪টি গাড়ি পুড়িয়ে নিউ ইয়ার’স ইভ উদযাপন ফ্রান্সে

সাতরং ডেস্ক

১৬:০০, ২ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:০৫, ২ জানুয়ারি ২০২২

৪৫৭

৮৭৪টি গাড়ি পুড়িয়ে নিউ ইয়ার’স ইভ উদযাপন ফ্রান্সে

প্রতি বছরের মতো এবারও নিউ ইয়ার’স ইভের রাত গাড়ি পুড়িয়ে উদযাপন করেছে ফ্রান্সের তরুণেরা।

এ বছর ৮৭৪টি গাড়ি পোড়ানো হয়েছে যা অন্যবছরের তুলনায় কম। ২০১৯ সালে নতুন বছরের আগের রাত উদযাপন করা উপলক্ষে ফ্রান্সে ১৩১৬টি গাড়ি পোড়ানো হয়েছিল। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে শহরে কারফিউ থাকার কারণে গাড়ি পোড়ানোর তেমন একটা ঘটনা ঘটেনি।

এ বছর রাস্তায় বেশি পুলিশের উপস্থিতির কারণে কম গাড়ি পোড়ানো হয়েছে। করোনাভাইরাস-এর কারণে ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা সবাই মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে পুলিশ মাঠে বেশি সক্রিয় ছিল।

এমনিতেই ফ্রান্সে গাড়ি পোড়ানো আশ্চর্যের কিছু নয়। বিভিন্ন অপরাধী গ্যাং তাদের অপরাধ লুকানোর জন্য গাড়ি পুড়িয়ে দেয়। অনেকে মিথ্যা ইন্সুরেন্স দাবি করার জন্য নিজের গাড়িতে নিজেই আগুন ধরিয়ে দেয়।

তবে বর্তমানে ফ্রান্সে গাড়ি পোড়ানো হয় নতুন বছরের আগমনকে স্মরণীয় করে রাখতে। ১৯৯০-এর দশকে এ রেওয়াজ চালু হয় মূলত। দেশটির পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্জ থেকে এ রীতির সূচনা ঘটে।

অনেকে নিজেদের বিভিন্ন প্রতিবাদ প্রকাশ করতে গাড়ি পুড়িয়ে দেন। যেমন ২০০৫ সালে এক গৃহায়ন প্রকল্প নিয়ে ক্ষুদ্ধ হওয়া তরুণেরা প্রচুর গাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানায়। সে বছর তিন সপ্তাহে ফ্রান্সে ৮৮১০টি গাড়িতে আগুন দেওয়া হয়।

এপি অবলম্বনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank