সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রেকর্ড অর্থের বিবাহ বিচ্ছেদ!

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:৪৪, ২২ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:৪৯, ২২ ডিসেম্বর ২০২১

৫৭৫

রেকর্ড অর্থের বিবাহ বিচ্ছেদ!

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমকে বিবাহ বিচ্ছেদের জন্যে রেকর্ড পরিমাণ অর্থ গুণতে হচ্ছে।

যুক্তরাজ্যের হাইকোর্ট মঙ্গলবার তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন ও সন্তানদের ৭৩ কোটি মার্কিন ডলার দেয়ার নির্দেশ দিয়েছে। বিবাহ বিচ্ছেদ ঘটাতে এই পরিমাণ অর্থ বিশ্ব ইতিহাসের মধ্যে সর্বোচ্চ।  

প্রিন্সেস হায়া (৪৭) জর্ডানের সাবেক বাদশাহ হুসেইন বিন-তালালের মেয়ে। ৭২ বছর বয়সী ধনকুবের রশিদ আল-মাখতুমের ছয় স্ত্রীর মধ্যে তিনি কনিষ্ঠতম। প্রিন্সেস হায়া দুই সন্তান নিয়ে ২০১৯ সালে দুবাই ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি বর্তমানে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের সুরিতে একটি বিলাসবহুল বাড়িতে সন্তানদের নিয়ে বাস করছেন।

যুক্তরাজ্যের হাইকোর্ট বলছে, দুবাই শাসককে বিবাহ বিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে ৭৩ কোটি মার্কিন ডলার প্রদান করতে হবে । এ ছাড়া লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কেনসিংটন প্রাসাদের পাশের একটি বিলাসবহুল বাড়ি ও সুরির বাড়িটির নিয়ন্ত্রণ থাকবে হায়ার হাতে।

বিচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রিন্সেস হায়া। তিনি সংবাদমাধ্যমের কাছে জীবন সংশয়ের আশঙ্কার কথা তুলে ধরে বলেছেন, দুবাই ছাড়ার পরও তাকে এবং তার সন্তানদের অপহরণের হুমকি দিয়েছেন রশিদ আল-মাখতুম।  

এ কারণে প্রিন্সেস হায়াকে নিজের ও সন্তানদের নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এর আগে চলতি বছর এক রায়ে যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছিলো, দুবাইয়ের শাসক রশিদ আল-মাখতুম প্রিন্সেস হায়া, তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ব্যক্তি এবং আইনজীবীদের মুঠোফোন স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে বেআইনিভাবে হ্যাক করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রশিদ আল-মাখতুম। সেই সময় তিনি বলেছিলেন, প্রিন্সেস হায়ার ক্ষতিসাধনের ইচ্ছে তার নেই।

দুবাই শাসক বিচ্ছেদের শুনানিতে উপস্থিত ছিলেন না। এর আগে তিনি বলেছিলেন, সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া ও সন্তানদের ব্যয়ভার বহন করে আসছেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank