সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস

সাতরং ডেস্ক

১২:২২, ২২ ডিসেম্বর ২০২১

৬০৭

কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস

ইতিহাসে প্রথমবারের মতো ‘শর্ট ম্যাসেজ সার্ভিস’ বা এসএমএস পাঠানো হয়েছিলো ১৯৯২ সালের ৩ ডিসেম্বর। ২৯ বছর আগে পাঠানো সেই এসএমএসটি ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন প্রকৌশলী ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। 

১৫ অক্ষরের সেই এসএমএসে লেখা ছিলো- ‘মেরি ক্রিসমাস’। সে এসএমএস টি এবার নিলামে বিক্রি হয়েছে কোটি টাকায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১ লাখ ২১ হাজার মার্কিন ডলারে ( বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা) ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে সেই এসএমএস। প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এই নিলাম ডাকে।

নেট দুনিয়ায় এখন এনএফটি নিয়ে ব্যাপক শোরগোল চলছে। বিনিময়যোগ্য ভার্চ্যুয়াল উপাদানগুলোকে এনএফটি বা নন-ফাঞ্জিবল টোকেন বলা হয়। এটি অনেকটা বিটকয়েনের মতোই। কেবল পার্থক্য হলো, প্রতিটি এনএফটি অনন্য। সে কারণেই এমন চড়া দামে বিক্রি হয়। ২০১৭ সাল থেকে ডিজিটাল সম্পত্তি হিসেবে এনএফটি কেনাকাটা করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank