সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩০ কেজি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন নিজের টেসলা!

সাতরং ডেস্ক

১৮:৫৯, ২০ ডিসেম্বর ২০২১

৫৬৮

৩০ কেজি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেন নিজের টেসলা!

ব্যাটারির দাম আকাশছোঁয়া। তা শুনে মাথায় আগুন ধরে গেল। তারপর সে আগুনকে নামালেন নিজের টেসলা গাড়ির ওপর। স্বেচ্ছায় পুড়িয়ে দিয়েছেন নিজের গাড়িটা। তাও আবার অনেক আয়োজন করে পোড়ানোর কাজটা করেছেন এই ভদ্রলোক।

ঘটনাটি ঘটেছে ফিনল্যান্ডে। টেসলা গাড়ির ওই মালিক অনেক আগে থেকেই টেসলা ব্যবহার করেন। তাই তার গাড়ির ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

কিনতে গিয়ে শোনেন স্রেফ একটা ব্যাটারির দাম প্রায় সাড়ে ২২ হাজার ডলার বা প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। তাতেই গেলেন ক্ষেপে তিনি। তার মনে হলো এত টাকা দিয়ে ব্যাটারি কিনে টেসলা চালানোর কোনো মানেই হয় না।

তাহলে কী করা যায়! এ সমস্যার সবচেয়ে ভালো সমাধান হতে পারত গাড়িটা বিক্রি করে দেওয়া। বা সেটা না করলেও নিদেনপক্ষে গ্যারেজের কোনায় ফেলে রাখা। কোনো এক দিন সেটা হয়তো ভিন্টেজ হয়ে যেত।

কিন্তু তার তাছে পুড়িয়ে দেওয়াটা আরও ভালো বুদ্ধি বলে মনে হলো। তাই স্থানীয় বিস্ফোরণ বিশেষজ্ঞ একদল ইউটিউবারের সাহায্য নেন তিনি।

ফিনল্যান্ডের এক বরফে ঢাকা বালুখনির মনোরম পরিবেশে নিয়ে যাওয়া হয় বেচারা টেসলাকে। পুরো গাড়িটার গায়ে ৩০ কেজির মতো ডিনামাইট জড়ানো হয়।

তার আগে আরেকটা 'গুরুত্বপূর্ণ' কাজ সারেন তারা। টেসলা বস ইলন মাস্কের একটা মূর্তির ব্যবস্থা করেন তারা। সেটাকে রঙ্গমঞ্চে আনা হয় হেলিকপ্টারে করে। তারপর মোটামুটি বেশ উঁচু থেকে মাটিতে ফেলা হয়। এরপর সেই ম্যানিকুইন-কে ড্রাইভারের সিটে বসানো হয়।

এবার আসল কাজটা সারার পালা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা বসানো হয় এ মহালগণের ভিডিও ধারণ করার জন্য। ডিনামাইটের ফিউজে আগুন ধরানো হয়। ভিডিওতে দেখা যায় আগুন ফিউজ বেয়ে গাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরপরই বিশাল কমলা বিস্ফোরণের আড়ালে হারিয়ে যায় সাদা রঙের ওই প্রবীণ টেসলাটি।

এমন 'নিঠুর' কাজ করতে পেরে মালিক, ইউটিউবার দুপক্ষই খুশি। টাকা-পয়সা দুদিনের, দুনিয়াটা উপভোগ করাটাই আসল; এমন জীবন-ভাবনায় বিশ্বাসী সম্ভবত এরা সবাই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank