কেন্টাকির ঘূর্ণিঝড়: বিয়ের ছবি পাওয়া গেল ১৪০ মাইল দূরে
কেন্টাকির ঘূর্ণিঝড়: বিয়ের ছবি পাওয়া গেল ১৪০ মাইল দূরে
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আঘাত হানা ঘূর্ণিঝড়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে স্থানীয়রা। এতে মারা গেছে ৭০ জন। এখন মানুষজন তাদের হারানো জিনিসপত্রের খোঁজ করে বেড়াচ্ছেন।
মাইকেলা কোপল্যান্ড ঘূর্ণিঝড়ে তার বিয়ের ছবি হারিয়ে ফেলেছিলেন। স্রেফ বিয়ের একটা ছবিই তো, ওটা না পেলেও বা কী এমন ক্ষতি হতো: এরকম ভাবনার কোনো কারণ নেই। ছবিটা তার জীবনের একটা বিশেষ দিনের স্মৃতি ধরে রেখেছিল।
তাই ভাগ্য বোধহয় তাকে নিরাশ করতে চায়নি। অকস্মাতই নিজের প্রিয় ছবিটি ফেরত পেয়েছেন তিনি। ছবির খবর এল একেবারে ১৪০ মাইল দূর থেকে। বাতাসের ঝাপটার দৌলতে এত দূর ভ্রমণ করলো ছবিটি।
কেন্টাকি-তে একদল লোক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে লোকের হারানো জিনিসপত্র খুঁজে দেওয়ার চেষ্টা করছে। তাদের কল্যাণেই ছবি ফেরত পেয়েছেন কোপল্যান্ড। তাদের ফেইসবুকে গ্রুপে অনেকে তাকে ট্যাগ করে জানান দেয় যে, তার বিয়ের কয়েকটি ছবি তিনটি ভিন্ন ভিন্ন স্থানে পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি পাওয়া গিয়েছিল ব্রেকিনরিজ কাউন্টিকে। তার নিজের অবস্থান থেকে সে স্থান প্রায় ১৪০ মাইল দূরে।
ব্রেকিনরিজ-এর পামেলা কম্পটনের স্বামী তাদের খামারবাড়িতে ছবিটা কুড়িয়ে পেয়েছিলেন। পরে পামেলা অনলাইনে সে ছবি পোস্ট করলে তা আসল মালিকের কাছে পৌঁছায়।
বিবসি অবলম্বনে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?