সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২১৪০ সালের মধ্যে তৈরি হয়ে যাবে সব বিটকয়েন

সাতরং ডেস্ক

১৪:৫৮, ১৪ ডিসেম্বর ২০২১

৪৩৬

২১৪০ সালের মধ্যে তৈরি হয়ে যাবে সব বিটকয়েন

ক্রিপটোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা হিসেবে জনপ্রিয়তার শিখরে আছে বিটকয়েন। কম্পিউটারে অনকেগুলো ধাঁধা ও অংক সমাধান করার মাধ্যমে বিটকয়েন তৈরি করতে পারেন যে কেউ। যদিও অনেক দেশেই এখন পর্যন্ত বিটকয়েন নিষিদ্ধ।

তবে কেউ চাইলেই অনন্তকাল ধরে বিটকয়েন তৈরি করতে পারবে না। কারণ এটি একটি নির্দিষ্ট সংখ্যক পরিমাণে তৈরি করা যায়। আর সে পরিমাণের ৯০ শতাংশ ইতোমধ্যে তৈরি করে ফেলা হয়েছে। বাকি যা আছে তা আগামী ২১৪০ সালে মধ্যে তৈরি করা হয়ে যাবে বলে আভাস দিয়েছে বিটকয়েন ট্র্যাকিং কর্তৃপক্ষ।

বিটকয়েন তৈরির প্রক্রিয়াকে বলা হয় মাইনিং। সর্বোচ্চ দুই কোটি ১০ লাখ বিটকয়েন পর্যন্ত মাইন করা যাবে। আর এখন পর্যন্ত প্রায় এক কোটি ৮৯ লাখ বিটকয়েন মাইন বা তৈরি করে ফেলেছেন মাইনাররা। খবর রাশিয়াভিত্তিক গণমাধ্যম আরটি-এর।

২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন মাইন করা হয়। তার এক যুগ পরে নতুন এই মাইলস্টোন ছুঁলো দামী ভার্চুয়াল মুদ্রাটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank