সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুকুরের জন্য চার্টার্ড ফ্লাইট!

সাতরং ডেস্ক

১৫:৫১, ১৩ ডিসেম্বর ২০২১

৫৩৬

কুকুরের জন্য চার্টার্ড ফ্লাইট!

মাঞ্চকিনকে টাশ করবিন পেয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখান থেকে নিজেদের দেশ অস্ট্রেলিয়াতে ফিরতে বিপত্তি বাঁধে। কড়া নিয়মকানুনের কারণে দেশটিতে সহজে বাইরে থেকে পোষাপ্রাণী নিয়ে প্রবেশ করা যায় না।

তাই নিজের বয়ফ্রেন্ড ডেভিড ডায়নেস আর প্রিয় কুকুর মাঞ্চকিনকে নিয়ে নিউজিল্যান্ডে অস্থায়ীভাবে থিতু হন তিনি। কিন্তু চিকিৎসাজনিত কারণে করবিনকে ফিরে আসতে হয় স্বদেশে।

নিউজিল্যান্ডে মাঞ্চকিনকে নিয়ে অপেক্ষা করেন, আদতে এখনো করছেন, ডায়নেস। তাদের ইচ্ছে ছিল কোনো একসময় নিয়মকানুন শিথিল হলে কুকুরটিকে নিয়ে দেশে ফিরে আসবেন। কিন্তু তাদের সে আশাতেও জল ঢেলে দিল করোনাভাইরাস।

কোভিডের কারণে বর্তমানে বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে। ওদিকে ক্রিসমাসও চলে এসেছে প্রায়। করবিন কোনোভাবেই নিজের বয়ফ্রেন্ড আর কুকুরকে ছাড়া ক্রিসমাস উদযাপন করবেন না।

শেষ পর্যন্ত তিনি ঠিক করেছেন ফ্লাইট চার্টার্ড করে মাঞ্চকিন আর ডায়নেসকে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়াতে ফিরিয়ে আনবেন। সেজন্য তার খরচ পড়বে প্রায় ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২৭ লাখ ৪৬ হাজার টাকা। কিন্তু তাতে কী! প্রিয়জনের সাথে আনন্দ উদযাপন করার জন্য এ তো খুবই তুচ্ছ! ইন্দোনেশিয়ায় তিনি মাঞ্চকিনকে পেয়েছিলেন সেই পাঁচ বছর আগে। শেষ পর্যন্ত অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছে।

এনডিটিভি অবলম্বনে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank