টিকা না চকলেট?
টিকা না চকলেট?
করোনা’র টিকার স্বাদ কেমন? নাহ, এ প্রশ্নটা ধোপেই টেকছে না, কারণ মুখে গ্রহণ করার মতো এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি। টিকা নিতে হয় হাতে, সেজন্য ইঞ্জেকশনের ভয়ে অনেকেই টিকা না নেওয়ার জন্য নানরকম ফন্দিফিকির করেন। কিন্তু যদি টিকা মুখ দিয়ে নেওয়া যেত আর সে টিকা ‘খেতে’ খুব ভালো লাগতো, তাহলে কেমন হতো ভাবুন তো?
এইতো কয়দিন আগে খবরে জানা গেল, ইতালির একজন ডাক্তার নিজের হাতে টিকা নিতে চাননি বলে সিলিকনের হাত বানিয়ে এনেছিলেন। কিন্তু তার আশায় পানি ঢেলে দিয়ে নার্স সেই দুষ্টুবুদ্ধি ধরে ফেলেন। নিজের অপরাধে চাকরি হারান ওই ডাক্তার।
কিন্তু এর উল্টোটাও যে হতে পারে, এমনটা ভেবেছিলেন কখনো? নিউজিল্যান্ডের এক ‘টিকাপ্রেমী’ ভদ্রলোক গুণে গুণে ১০ খানা টিকা নিয়েছেন! তাও আবার এক দিনে! এ চমকপ্রদ খবরটি জানিয়েছে ডয়েচে ভেল (ডিডব্লিউ)।
“অবিশ্বাস্যভাবে স্বার্থপর” তকমা পেয়ে গেছেন তিনি ইতোমধ্যে। তবে বেচারাকে বোধহয় পুরোপুরি দোষ দেওয়া যাবে না। কারণ তাকে অন্যরা ভাড়া করেছিলেন তাদের হয়ে টিকা নেওয়ার জন্য। তিনি নিজের পরিচয় গোপন রেখে তার এই দুঃসাহসী অপকর্মটি সম্পাদন করেন।
খবর প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসেছে নিউজিল্যান্ডের টিকা ব্যবস্থাপনা প্রশাসন। তাকে অতিশীঘ্র ডাক্তারের সাথে দেখা করতে পরামর্শ দিয়েছে তারা। আর যারা নিজেদের টিকা অন্যের ওপর দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাদের জন্য ব্যাপারটা কতবড় ঝুঁকিপূর্ণ সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির একজন ব্যবস্থাপক অস্ট্রিড কুরনেফ।
নিউজিল্যান্ডে টিকা নেওয়ার জন্য কাউকে পরিচিতিপত্র দেখাতে হয় না। সেই সুযোগের সদ্ব্যবহার করেছে এই দুপক্ষ। তবে মালাহান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক গ্রাহাম লে গ্রস নিশ্চিত করেছেন ওই টিকাশিকারী ওভারডোজের কারণে মারা যাবেন না।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?