এক জুম কলেই ছাঁটাই ৯০০!
এক জুম কলেই ছাঁটাই ৯০০!
আজকাল তো প্রায়ই বিয়ের কাজটা মোবাইলের মাধ্যমে সারা হচ্ছে। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দুপক্ষের উপস্থিতিতে বিয়ে করার কাজটা এখন মোটামুটি একটা সাধারণ বিষয়। এরকম খুশির কাজ মোবাইলে দূর থেকে যেমন সারা যায়, তেমনিভাবে মাঝেমধ্যে কষ্টের কাজগুলোও অনেকে মোবাইল ইত্যাদি ব্যবহার করে ডিজিটাল মাধ্যমেই দূর থেকে সেরে ফেলেন।
ফোনে বা মেসেঞ্জারের মাধ্যমে ব্রেকআপ করে নেওয়াটাও মেনে নিতে হবে আজকের দুনিয়ায় প্রেম করতে গেলে। কিন্তু সর্বোচ্চ কতবড় দুঃসংবাদ ডিজিটাল উপায়ে দেওয়া যায়? এই যেমন কারও অফিস থেকে ফোন করে বলা যে তাকে আর কাল থেকে অফিসে আসতে হবে না। কিন্তু এমন যদি হয় গণছাঁটাইয়ের কাজটাও এরকম কাটখোট্টাভাবে সারা হয়?
এরকমকই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মর্টগেজ কোম্পানিতে। বেটার ডট কম নামের ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল গার্গ এমন কাজটাই করেছেন। স্রেফ একটা জুম কলে মাধ্যমে তিনি ওই কোম্পানির ৯০০ কর্মীকে গণছাঁটাই করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
কলের শুরুতেই তিনি বলেন, “আমার কাছে আপনাদের জন্য খুব ভালো খবর নেই। আপনি এই কলে থাকছেন মানে হচ্ছে আপনি বাদ পড়তে যাওয়া দুর্ভাগা দলটির অংশ। আপনার এই প্রতিষ্ঠানে চাকুরি এখানেই শেষ হলো।”
মার্কেটের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে গার্গ ওই চাকরিচ্যুত দলটিকে জানান। তিনি আরও জানান এমনটা তিনি করতে চান না, এবং শেষবার যখন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তাকে কাঁদতে হয়েছিল।
কাজ হারানো একজন কর্মী জানিয়েছেন, তারা (কোম্পানি) আমাদেরকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিলো। এই জুম কলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?