যৌতুক দিতে জমানো ৭৫ লাখ রুপিতে তৈরি হবে মেয়েদের হোস্টেল!
যৌতুক দিতে জমানো ৭৫ লাখ রুপিতে তৈরি হবে মেয়েদের হোস্টেল!
অঞ্জলি কানওয়ার ও প্রবীন সিংয়ের বিয়ের ছবি। |
ভারতে বিয়েতে মেয়ের শশুড় বাড়িতে যৌতুক দেয়া খুবই স্বাভাবিক প্রথা। বিয়ের অনেক আগে থেকেই সে টাকা জোগাড় করা শুরু করেন মেয়ের বাবারা। রাজস্থানের এক বাবাও তেমন ৭৫ লাখ টাকা জমিয়েছিলেন মেয়ের যৌতুকের জন্য। কিন্তু মেয়ের ইচ্ছায় সে টাকায় এখন নির্মিত হবে মেয়েদের হোস্টেল।
রাজস্থানের বারমার শহরের কিশোর সিং কানোদের মেয়ে অঞ্জলি কানওয়ারের বিয়ে ছিল ২১ নভেম্বর। স্থানীয় দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে লিখিত বক্তব্যে অঞ্জলি নিজের ইচ্ছার কথা জানান।
তখন চারপাশে সবাই তাকে অভিবাদন জানায়। এসময় বাবা কিশোর সিং কানোদ তার মেয়ের কাছে খালি চ্যাক তুলে দেন আর নিজের পছন্দ মতো টাকার পরিমাণ লেখতে বলেন। তখন সেখানে ৭৫ লাখ রুপি লেখা হয়।
এই ঘটনা খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই এমন উদ্যোগকে স্বাগত জানান। এমন উদ্যোগই নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা রাখবে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিশোর সিং কানোদ আগেই সে হোস্টেল তৈরির জন্য ১ কোটি রুপির ঘোষণা দিয়ে রেখেছিলেন। নির্মাণে আরও ৫০ লাখ রুপির মতো প্রয়োজন ছিল। তার মেয়ের সিদ্ধান্তের পর এখন আর কোন সমস্যা থাকলো না।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?