সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গরু উদ্ধারে মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল

সাতরং ডেস্ক

১৯:০৬, ১৬ নভেম্বর ২০২১

আপডেট: ২২:৪৫, ১৬ নভেম্বর ২০২১

৬৫৫

গরু উদ্ধারে মুখ্যমন্ত্রী, ভিডিও ভাইরাল

গরু উদ্ধারে মুখ্যমন্ত্রী। ছবি সংগৃৃহীত
গরু উদ্ধারে মুখ্যমন্ত্রী। ছবি সংগৃৃহীত

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তায় মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন। দেখেন একটা গরু রাস্তার পাশে গর্তের ভেতর ভালোমতো আটকা পড়েছে। লোকজন উদ্ধারের চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী নিজেও নেমে পড়লেন উদ্ধারকাজে। সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে জানা যায়, উদ্ধারকাজের সময় টুইটারে লাইভ শুরু করেন চান্নি। নিজেই সরাসরি হাত লাগান উদ্ধার কাজে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় গরুর পায়ে দড়ি বেঁধে পরে সেটাকে টেনে তোলা হয়।

[Live] On my way back to the residence, a cow had fallen in a pit. Efforts are being made for the rescue
https://t.co/PoHDK1S8Bu

— Charanjit S Channi (@CHARANJITCHANNI) November 14, 2021

এ সময় তাকে মানুষজনের সাথে নানা কথাবার্তায় অংশগ্রহণ করতেও দেখা যায়। তাদের খোঁজখবর নেন তিনি। একজন কাজ নেই বলে জানালে তাকে দেখা করতে বলেন মুখ্যমন্ত্রী, দেন কাজের আশ্বাসও।

এখন পর্যন্ত সাড়ে সাতাশ হাজার মানুষ টুইটারে চান্নি'র ভিডিওটি দেখেছেন। সবার প্রশংসা পাচ্ছেন তিনি। কেউ প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী হয়েও এ কাজে নেমে পড়ার জন্য, আবার কেউবা তারিফ করছেন চান্নি'র পশুপ্রেমকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank