মালালা’র বিয়ে: হতাশায় তসলিমা নাসরিনের একের পর এক টুইট
মালালা’র বিয়ে: হতাশায় তসলিমা নাসরিনের একের পর এক টুইট
পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফ জাই বিয়ে করেছেন। তিনি এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করায় কোনোভাবেই মানতে পারছেন না ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক টুইটে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি।
এক টুইটে তসলিমা লেখেন, একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছে মালালা। এতে আমি মর্মাহত। মালালার বয়স মাত্র ২৪। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সে পড়াশুনা করছে। আমি ভেবেছিলাম সেখানে সে কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে। ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববে না।
টুইটে তিনি লেখেন: ‘মালালা একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করায় আমি মর্মাহত। তার বয়স কেবল ২৪ বছর। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, এজন্য আমি ভেবেছিলাম সে অক্সফোর্ডের কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে এবং ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববে না। কিন্তু...
অন্য এক টুইটে তিনি বলেন, মালালাকে হত্যাচেষ্টা কারা করেছিলো? পাকিস্তানি। দেশ ছাড়তে হলো কেনো? পাকিস্তানের জন্য। কারা তাকে আশ্রয় দিয়েছেন, চিকিৎসা করেছেন, জীবন বাঁচিয়েছেন? অবশ্যই সাদা চামড়ার মানুষ। কিন্তু এর পরেও মালালা বিয়ে করলেন কাকে? এক পাকিস্তানিকেই। সত্যিই হতাশাজনক।
এছাড়া জুলাইতে ভোগ ম্যাগাজিনকে দেয়া বিয়ে কেন করতে হবে, মালালার এমন বক্তব্য তুলে ধরে তসলিমা নাসরিন লেখেন, জুলাইতে মালালা অনেক বেশি পরিপক্ক ছিল।
গত মঙ্গলবার (৯ নভেম্বর) লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন মালালা। আসার মালিক নামের এক ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার তিনি। ২০২০ সালের মে মাসে তিনি ওই পদে যোগ দেন।
আসার মালিক এর আগে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সেস (এলইউএমএস) থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?