সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোনালিসার দ্বিতীয় কপি বিক্রি হলো ২ কোটি টাকায়

সাতরং ডেস্ক

১৬:২৮, ১১ নভেম্বর ২০২১

৪৯২

মোনালিসার দ্বিতীয় কপি বিক্রি হলো ২ কোটি টাকায়

বিশ্বের সবথেকে সুন্দর নারী এই তকমা মানেই মোনালিসা। তার চোখের অবয়ব থেকে মুখের একফালি হাসি, সবই নাকি মুগ্ধ করার মত। অনেকেই আবার বলেন, তার ছবির দিকে নাকি একেবারেই বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। এবার সে ছবির দ্বিতীয় কপি নিলামে তোলা হয়েছে। 

প্যারিসের সে নিলামে দ্বিতীয় কপিটি বিক্রি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ ডলারে। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৯ লাখ টাকার বেশি। তবে ধারণা করা হয়েছিল চারশ বছরের পুরনো এই প্রতিভাসম্পন্ন ছবির নিলাম মূল্য হতে পারে ১৫ লাখ থেকে ২০ লাখ ইউরো। 

লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা আসল ছবিটি ফ্রান্সের রাজা প্রথম ফ্রানসইস ১৫১৮ সালে কিনে নেন। তার হদিস মেলে প্যারিসের লৌভ্রে মিউজিয়ামে, যদিও সেটি বিক্রির জন্য নয়। এখন দ্বিতীয় কপির মালিক কে হয়েছেন তা জানা যায়নি। 

আনুমানিক ১৬০০ সালের কাছাকছি এই দ্বিতীয় ছবির নির্মাণ করা হয় এবং সেই ছবিতেও শিল্পী নিদারুণভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি সূক্ষ্ম ধাঁচের কারিগরি। লিওনার্দোর ন্যায়েই চেষ্টা করেছেন একে রূপদান করতে। 

প্যারিসের আর্টকুরিয়াল মিউজিয়ামের বিশেষজ্ঞ ম্যাথিউ ফোর্নিয়ের জানান, পৃথিবীর সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় নারী হলেন মোনালিসা। প্রচুর মানুষ খোঁজ করেন তার ছবির এক নিদারুণ এবং উচ্চসংস্করণ এর । নকল যদিও অনেক মেলে। 

জানা যায়, এই ছবির বিষয়ে লিওনার্দো বলেছিলেন, তার নিজস্ব শিল্পিসত্তা এবং অঙ্কন শৈলীর আবিষ্কার মোনালিসা। যার কারণেই তার ভক্ত সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। লোকের তার কাজকে সহজ ভাষায় সেলাম ঠুকতেন। এমন সুন্দর নিদর্শনের ঝলক উপভোগ করতে কে না চায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank