জানেন কি, কেন?
জানেন কি, কেন?
কিছু জিনিস আছে যা আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করি। সাধারনভাবে সেগুলোর বিকল্প ব্যবহার নিয়ে আমরা ভাবি না। ভাবার কথাও না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এমন অনেক জিনিস আছে যেসব জিনিসের আছে অন্তত একটি বিকল্প ব্যবহার। আসুন এরকম ৫টি জিনিস সম্পর্কে জানা যাক। যা হয়তো আমরা কখনো সেভাবে ভাবিনি।
জীবন বাঁচাতে ললিপপ স্টিকের ছিদ্র
ললিলপ স্টিক এর একদম নিচে একটা ছিদ্র খেয়াল করেছেন? কখনও ভেবেছিলেন এই ছিদ্র দেওয়ার উদ্দেশ্য কি? প্রথমেই পরিষ্কার করা দরকার এটা দিয়ে শিস বাজানো যায়না। মূলত এটা ললিপপ তৈরির বাধ্যতামূলক একটি অংশ। যখন স্টিকে তরল ললিপপ ঢালা হয় তখন ছিদ্রটি বাতাস টেনে সেগুলোকে আটকে রাখে। ফলে হঠাৎ করে ললিপপ খুলে গলায় আটকে যায়না।
পিৎজার সাথে টেবিল কেন?
আজকাল খাবার ম্যানু হিসেবে পিৎজা অনেক জনপ্রিয়। পিৎজার বক্স খুলে অনেকেই অবাক হন এটার মধ্যে পিৎজার ছোট্ট টেবিলটি আবার কেন, এটা কি মানুষ খাওয়ার পর কীট-পতঙ্গ বসে খাবারের জন্য?
আসলে তেমন কিছুই না। টেবিলটির নাম পিৎজা সেভার। পিৎজা যাতে বক্সে লেগে নষ্ট না হয় তাই এটা ব্যবহার করা হয়। এছাড়াও পিৎজার একটি স্লাইস নেয়ার সময় অন্যটি ধরে রাখতেও পিৎজা সেভার ব্যবহার করা যায়।
বিপদ এড়াতে হেডরেস্ট
আপনি কি কখনও লক্ষ্য করেছেন গাড়ির সিটে মাথা রাখার জায়গাটা (হেডরেস্ট) টানলেই খুলে আসে? যদি খেয়াল করে থাকেন তাহলে হয়তো ভেবে বসে আছেন হেডরেস্টটি নষ্ট। অথচ কত জরুরী কাজে এমনটা করা হয়েছে তা আপনার অজানা।
যদি কখনও দুর্ঘটনাবশত গাড়িতে আটকে পড়েন আর জানালা খুলতে না পারেন তখন হেডরেস্টটি খুলে জোরে ধাক্কা দিলেই ভেঙ্গে যাবে গ্লাস। যা বাঁচাতে পারে আপনার জীবনও।
ঘড়ির বিকল্প ব্যবহার
সময় দেখা ছাড়া আর কোনো কাজেই আসেনা ঘড়ি। সাধারনভাবে এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু খুব সাধারন একটা ঘড়িকেই আপনি কাজে লাগাতে পারেন ভিন্নভাবে।
কম্পিউটার কিছুক্ষণ ব্যবহার না করলে তা স্লিপিং মুডে চলে যায়। অনেকেই বিরক্ত হন এই কান্ডে। এমন অবস্থা থেকে মুক্তি পেতে মাউসকে একটি সাধারণ ঘড়ির উপর রেখে দিলেই হয়ে যাবে সমাধান!
স্টেপলার রিমুভার
কোনো জিনিস হয়তো একটা কাজের জন্য বানানো হয়। কিন্তু সামান্য বুদ্ধি খাটালে এক জিনিস কাজে লাগানো যায় ভিন্ন ভাবেও। যেমন স্টেপলার রিমুভার। কোনো কাগজ থেকে স্টেপলার খুলে নিতে এটার ব্যবহার হলেও সহজ করতে পারে আপনার আরেকটি কষ্টের কাজ।
চাবির রিং থেকে চাবি বের করতে বা ঢুকাতে প্রায়শই আমাদের বেগ পেতে হয়। আঙ্গুল দিয়ে ফাঁক করে বহু কষ্টে তা করতে হয়। অথচ স্টেপলার রিমুভার ব্যবহার করে সহজেই চাবি খুলতে পারবেন রিং থেকে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?