জলবায়ু পরিবর্তন: প্রতিবাদে হাঁটু পানিতে মন্ত্রীর ভাষণ
জলবায়ু পরিবর্তন: প্রতিবাদে হাঁটু পানিতে মন্ত্রীর ভাষণ
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরতে ব্যতিক্রমী নজির গড়েছেন টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সায়মন কফ। নিজ দেশের জলবায়ু পরিস্থিতি বোঝাতে এবং এর প্রতিবাদে কপ-২৬ সম্মেলনে মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বক্তব্য দিয়েছেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে এই সম্মেলন আয়োজন করেছে জাতিসংঘ।
এই বক্তব্যের মাধমে সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি কতটা প্রভাব ফেলছে তা তুলে ধুরতে চেয়েছেন এই মন্ত্রী। স্যুট, টাই এর সাথে হাফ প্যান্ট পরা সায়মন কফের ছবি এখন সামাজিক যোগযোগে ছড়িয়ে পড়েছে। ব্যপক হারে তা শেয়ার হচ্ছে।
নিজের ভিডিও বার্তায় সায়মস জানান, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের কারণে টুভালুর বাস্তবতা তুলে ধরা হলো। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টুভালু কতটা দৃঢ়প্রতিজ্ঞ সেটা প্রমাণ করে আমার এমন অবস্থান।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ফঙ্গাফাল দ্বীপের শেষ প্রান্তে পাবলিক ব্রডকাস্টার টিভিবিসি ভিডিওটি শুট করেছে। এটি মঙ্গলবার (৯ নভেম্বর) জলবায়ু শীর্ষ সম্মেলনে দেখানো হবে।
২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। তবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতারা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তারা জানান, তাদের মতো নিম্নভূমির দেশগুলিতে মানুষের বসবাস ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?