সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০৫০-এর মধ্যে মালদ্বীপের ৮০ শতাংশ ভূখণ্ড বসবাসঅযোগ্য হতে পারে

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৪১, ৬ নভেম্বর ২০২১

৪৯৫

২০৫০-এর মধ্যে মালদ্বীপের ৮০ শতাংশ ভূখণ্ড বসবাসঅযোগ্য হতে পারে

জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধির কারণে আগামী ২০৫০ সালের মধ্যে দ্বীপদেশ মালদ্বীপের ৮০ শতাংশ ভূখণ্ড বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ নেটওয়ার্ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কপ২৬ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, 'যদি অবস্থার পরিবর্তন না হয়, তবে এ শতাব্দীর শেষভাগে এসে মালদ্বীপের কোনো অস্তিত্ব থাকবে না।'

ভারত মহাসাগরে ১১০০-এর অধিক প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপদেশ মালদ্বীপ। তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দেশটির অস্তিত্বের জন্য একটি তীব্র হুমকি। নাসা ও ইউএস জিওলজিক্যাল সার্ভে-এর বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বর্তমান হারে বৈশ্বিক উষ্ণ বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালে এমন করুণ দশায় পড়তে হতে পারে দেশটিকে।

জলবায়ু পরিবর্তন বিষয়ে সোচ্চার দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মেদ নাশিদের বরাত দিয়ে এবিসি জানাচ্ছে, মালদ্বীপের ৯০ শতাংশের বেশি অঞ্চল এখন তীব্র ক্ষয়ের মুখে রয়েছে। দেশটির ৯৭ শতাংশ অঞ্চলে ভূগর্ভস্থ পানির মজুদ শেষ হয়ে গেছে।

দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অমিনাথ শনা বলেন, 'যেসব দুর্ভোগ আমরা এ শতাব্দীর শেষে দেখতে পাব বলে ভেবেছিলাম, তা আদতে এখনই শুরু হয়েছে।' মালদ্বীপ তার জাতীয় বাজেটের ৫০ শতাংশের বেশি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank