কপ২৬ সম্মেলনে ঘুমিয়ে পড়েছিলেন বাইডেন?
কপ২৬ সম্মেলনে ঘুমিয়ে পড়েছিলেন বাইডেন?
গত সোমবার (০১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ সম্মেলনে একটি বক্তৃতা শোনার সময় কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘুমিয়ে নিয়েছিলেন জো বাইডেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে।
দ্য ওয়াশিংটন পোস্ট-এর রিপোর্টার জ্যাক পার্সার ব্রাউনের শেয়ার করা এক মিনিট ঊনিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করা এডি ডোপু'র একটি ধারণকৃত বক্তৃতা শোনার সময় প্রায় ২০ সেকেন্ড চোখ বন্ধ করে ছিলেন। এ সময় একজন এইড তার সাথে কথা বলতে এলে তিনি চোখ খুলে কথা শোনেন এবং বক্তৃতা শেষে করতালিতে অংশগ্রহণ করেন।
Biden appears to fall asleep during COP26 opening speeches pic.twitter.com/az8NZTWanI
— Zach Purser Brown (@zachjourno) November 1, 2021
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। এ মাসেই তার ৭৯ বছর পূর্ণ হবে। অনেকেই তার বয়সের জন্য তাকে প্রেসিডেন্ট হওয়ার পক্ষে শারীরিক ও মানসিকভাবে অযোগ্য বলে অভিযোগ করেছেন। এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে 'স্লিপি জো' (ঝিমধরা জো) বলে সম্বোধন করতেন। ভিডিওক্লিপটি ভাইরাল হওয়ার পরে ট্রাম্পও বাইডেনের সমালোচনা করেছেন।
তবে ইন্টারনেট দুনিয়ার অনেকেই এটাকে ঘুম হিসেবে মানতে নারাজ। তারা বলছেন, কেবল চোখের বিশ্রাম দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বুঁজে ছিলেন বাইডেন। জ্যাক ব্রাউন নিজেই আরেকটি টুইটে লিখেছেন, 'আমাদের সবারই এরকম অভিজ্ঞতা হয়েছে। আমার তো মনে হয় না আমি কোনো সম্মেলনে গিয়েছি অথচ একটু তন্দ্রা লেগে আসেনি।'
আরেকজন টুইটার ব্যবহারকারী আরেকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন চোখ বন্ধ করে আছেন। ওই ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, বাইডেনের চোখ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ ছিল। আর এদিকে এই ভদ্রলোক তো নির্ভার ঘুমাচ্ছেন। মনে হচ্ছে খোঁয়ারিতে ডুবুডুবু।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?