আরিয়ানের মুক্তিতে পকেটমারদের পোয়াবারো!
আরিয়ানের মুক্তিতে পকেটমারদের পোয়াবারো!
২০ দিনেরও বেশি সময় জেলবন্দি থাকার পর গত শনিবার (৩০ অক্টোবর) জামিনে ছাড়া পান আরিয়ান খান। জয়োল্লাসে মেতে ওঠেন শাহরুখ অনুরাগীরা। কিং খানের পুত্রকে ঘিরে কার্যত বিজয়োল্লাস করতে করতে আর্থার রোড জেল থেকে মন্নতে পৌঁছে দেন তারা। ঢাক-ঢোল-স্লোগানে মুম্বইয়ের রাস্তায় নেমে আসে দেওয়ালির আগে অকাল দেওয়ালি। আর এতে কিনায় শুভদিন হয়ে এসেছে পকেটমারদের জন্য!
বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান মাদককাণ্ডে গ্রেফতার হওয়া আরিয়ান খান । একাধিক কঠোর শর্তে শাহরুখ-পুত্রের জামিন মঞ্জুর করেন বিচারপতি। আরিয়ানকে পাসপোর্ট জমা রাখতে হবে। কোর্টের নির্দেশ ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না। তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অফিসে এসে হাজিরা দিতে হবে।
এছাড়া আরও ছিল, অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান শাহরুখ তনয়। কোর্টে গ্যারেন্টার হন শাহরুখের বন্ধু তথা অভিনেত্রী জুঁই চাওলা।
প্রিয় অভিনেতার ছেলে জেলমুক্ত হওয়ায় যেমন আনন্দে মেতে উঠেন শাহরুখ অনুরাগীরা। তেমনই আরিয়ানের জেলমুক্তি যেন হাতে চাঁদ এনে দেয় পকেটমারদেরও। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে জানানো হয়, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত আর্থার রোড জেলের বাইরে থেকে খোঁয়া গিয়েছে ১০টারও বেশি মোবাইল ফোন। অভিযোগও দায়ের হয়েছে। প্রবল ভিড়ের মধ্যে থেকেই ফোনগুলো পকেটমারি হয়েছে বলে অভিযোগ। এই আর্থার রোড জেলেই বন্দি ছিলেন আরিয়ান খান। শনিবার এখান থেকে ছাড়া পান তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?