ব্রিটিশদের লুট করা বেনিন ব্রোঞ্জের মোরগমূর্তি নাইজেরিয়াকে ফেরত
ব্রিটিশদের লুট করা বেনিন ব্রোঞ্জের মোরগমূর্তি নাইজেরিয়াকে ফেরত
১৮৮৭ সালে নাইজেরিয়া থেকে ব্রিটিশ সেনাদের লুট করে আনা বেনিন ব্রোঞ্জের সেই মোরগমূর্তী ফেরত দিচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন জেসাস কলেজ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এই ঘটনায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লুট করে নেওয়া মূল্যবান সব সামগ্রী ব্রিটেনের যেসব প্রতিষ্ঠানের কাছে এখনো গচ্ছিত রয়েছে সেগুলো ফেরত দেওয়ার একটা চাপ তৈরি হবে।
মোরগ মূর্তিটি সে সময়ের বেনিন সাম্রাজ্যের, বর্তমানে নাইজেরিয়ার আরও শত শত বেনিন ব্রোঞ্জের একটি। এই মূর্তিটি বেনিন সাম্রাজ্যে এক অনন্য শিল্পকর্ম। অনেক বছর ধরেই নাইরেজিয়া মূর্তিটি ফেরত চেয়ে আসছিলো।
অনন্য সাধারণ এই শিল্পকর্মের প্রতি যথার্থ সম্মান দেখানোর এটাই সবচেয়ে সেরা পথ, বলছিলেন সোনিটা এলেনে, ক্যাম্ব্রিজের জেসাস কলেজের প্রধান।
নাইজেরিয়া একটি প্রতিনিধি দলের কাছে মোরগ মূর্তিটি হস্তান্তরের সময় বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বলা হচ্ছে- এটাই প্রথম ব্রিটিশদের তরফ থেকে একসময় এমন লুট করে আনা সম্পদের প্রথম কোনো আন্তর্জাতিক হস্তান্তর।
তবে এরই মধ্যে জার্মানির বিভিন্ন জাদুঘরে যেসব বেনিন ব্রোঞ্জের মুর্তি রয়েছে সেগুলো ফেরত দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। অবশ্য লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এর সর্বোচ্চ সংখ্যক সংগ্রহ রয়েছে, যা ফেরত দেওয়ার কোনো প্রতিশ্রুতি এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারতবর্ষ শাসনের সময় এ অংশের রাজা-রাজারাদের অনেক মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায় ব্রিটিশ সেনারা।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?