সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজকীয় মর্যাদা হারালেও প্রেমিককে বিয়ে করলেন জাপানের রাজকুমারী

সাতরং ডেস্ক

১৫:১৯, ২৬ অক্টোবর ২০২১

৪৪৮

রাজকীয় মর্যাদা হারালেও প্রেমিককে বিয়ে করলেন জাপানের রাজকুমারী

যাবতীয় জল্পনার অবসান ঘটলো। রাজকীয় রীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সাধারণ পরিবারের প্রেমিককে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। প্রেমিককে বিবাহ করতে গিয়ে রাজকীয় মর্যাদা ত্যাগ করেন তিনি। 

২৬ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। বিবিসির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, আইন অনুসারে জাপানের রাজপরিবারের কোনো নারী সদস্য যদি বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন, তবে তার রাজকীয় মর্যাদা আর থাকে না। কিন্তু পুরুষ সদস্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।

বিবিসি জানাচ্ছে, রাজকুমারী মাকোর প্রেমিকের নাম কুমরো। সে জাপানের একটি সাধারণ পরিবারের সন্তান। ২০১২ সালে টোকিও আন্তর্জাতিক খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদের দুজনের পরিচয় হয়। দু'জনে সহপাঠী ছিলেন। 

২০১৭ সালে এই জুটির বাগদান সম্পন্ন হয় এবং ২০১৮ সালে এই জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটি বাতিল হয়ে যায়। জানা গেছে, কামুরোর পরিবার আর্থিক সমস্যায় পড়েছিল।

জানা গেছে, বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন নবদম্পতি। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কমুরো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank