সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫১ লাখ টাকার বোতলে পানি পান করেন নিতা আম্বানি!

সাতরং ডেস্ক

১৬:০৩, ৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৫১, ৬ অক্টোবর ২০২১

১৫৬৬

৫১ লাখ টাকার বোতলে পানি পান করেন নিতা আম্বানি!

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির পানি পানের খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। দেশটির সংবাদমাধ্যম বলছে, তার পানি পানের জন্য ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ টাকারও বেশি। 

তবে কেবল বোতলই নয়। তার পান করা পানিরও রয়েছে গালভরা নাম আর তা মেলে বেজায় দামে। স্বাস্থ্যকে সারাক্ষণ তরতাজা রাখতে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ নামের পানি পান করেন নীতা। এটি বিশ্বের সবচেয়ে দামি বোতলজাত পানির মধ্যে একটি।

ওই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জলে ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সেজন্যই দাম লাখ লাখ টাকা।

শুধু পানি নয়, বোতলের জন্যও খরচ বাড়ে। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে স্বীকৃতি পায়।

বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে এই বোতল। আর এ ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দামও বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকার মতো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank