দেবী দুর্গা আসবেন দোলায় যাবেন গজে, রাজধানীতে হবে না কুমারী পূজা
দেবী দুর্গা আসবেন দোলায় যাবেন গজে, রাজধানীতে হবে না কুমারী পূজা
ছবি: ইন্টারনেট থেকে... |
করোনা পরিস্থিতিতে রাজধানী ঢাকায় এবার কুমারী পূজা হবে না।দর্শনার্থীদের ভিড় শিশুকন্যার নিরাপত্তার বিষয় মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কয়েকটি জায়গায় কুমারী পূজা হতেও পারে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এসব তথ্য জানিয়েছেন।
নির্মল কুমার চ্যাটার্জি বলেন, “করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর ঢাকায় কোনো মণ্ডপে কুমারী পূজা উদযাপন করা হবে না। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও সংক্ষিপ্ত করা হচ্ছে। দুয়েকটি জায়গা ছাড়া প্রতিমা ভাঙারও কোনো খবর পাওয়া যায়নি'
নির্মল কুমার পূজার বিষয়ে আরো যা যা জানান-
- দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, যাবেন গজে।
- ভোগের প্রসাদ বাদে অনান্য প্রসাদ বিতরণ হবে না।
- মণ্ডপের সংখ্যা ৩০ হাজার ২১৩টি, যা গত বছরের চেয়ে এক হাজার ১৮৫টি কম।
- থাকছেনা সাংস্কৃতিক আয়োজন।
- অঞ্জলি দানে ফেইসবুক লাইভের সহযোগিতা নিতে হবে।
- সরাসরি অঞ্জলি দানে ২৫-৩০ জনের বেশি থাকতে পারবেন না।
- রাত ৯টার মধ্যে অবশ্যই পূজামণ্ডপ বন্ধ হয়ে যাবে।
- সপ্তমী তিথিতে করোনামুক্ত পৃথিবীর জন্য থাকবে বিশেষ প্রার্থনা ।
এছাড়া আগেই বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করেছিলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।পঞ্জিকা অনুযায়ী ২২ অক্টোবর মহাষষ্ঠী, সেদিনই বোধন। পরদিন সপ্তমী পূজায় শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ২৬ অক্টোবর মহাদশমী, সেদিন বিসর্জনে শেষ হবে দুর্গাপূজার আচার।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?