মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনলাইনে কেনা ফ্রিজে প্যাকেট ভর্তি টাকা!

সাতরং ডেস্ক

১৭:৩২, ১৮ আগস্ট ২০২১

৭৫৬

অনলাইনে কেনা ফ্রিজে প্যাকেট ভর্তি টাকা!

সামাজিক মাধ্যমে রিসেলিং অনেক পেইজ থাকে যেখানে পুরনো জিনিস বেচাকেনা হয়। তেমনই এক পেইজ থেকে ফ্রিজ কেনেন দক্ষিণ কোরিয়ান এক নাগরিক। ফ্রিজ খুলে রীতিমতো চক্ষু চড়কগাছ হয় সে ব্যক্তির। কারণ তার ভেতর যে প্যাকেটভর্তি টাকা!  

বাড়িতে আনার পর সবকিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য ফ্রিজটি খুলতেই জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হয় তার। ফ্রিজের ভিতর থরে থরে সাজানো টাকার বান্ডিল। এত টাকা কোনওদিন একসঙ্গে দেখেননি ওই ব্যক্তি। নিজেকে কিছুটা সামলে নিয়ে টাকা গুনে তিনি দেখেন কোরিয়ান মুদ্রায় টাকার অঙ্ক প্রায় ৯৬ লাখ!

এই বিশাল পরিমাণ টাকা হাতে পেয়েও লোভ সামলেছেন ভেজু দ্বীপ এলাকার সে বাসিন্দা। পুরো টাকাই তিনি নিয়ে যান স্থানীয় থানায়।  

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “টাকার মালিকের খোঁজ চলছে, এটি এক আশ্চর্য বিষয়”। একই সঙ্গে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যক্তির সততারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। 

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী যদি টাকার মালিকের সন্ধান পাওয়া না যায়, তবে সেই টাকার একটি অংশ পাবেন ওই ব্যক্তি। স্থানীয় সংবাদ মাধ্যমেও ঘটনাটি দেখানো হয়। এর পরই তা ভাইরাল হয় নেটদুনিয়ায়। কয়েক হাজার ভিউ হয়েছে ভিডিওতে। নেটিজেনরা ওই ব্যক্তির সততার প্রশংসা করছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank