কাঁধে বল নাচিয়ে জুবায়েরের দ্বিতীয়বার গিনেস রেকর্ড
কাঁধে বল নাচিয়ে জুবায়েরের দ্বিতীয়বার গিনেস রেকর্ড
সেবার ছিলো মিনিটে ৬৫বার। এবার ৩০ সেকেন্ডে ৩৩ বার। ‘নেক থ্রো অ্যান্ড ক্যাচ’ ক্যাটাগরিতে অর্থাৎ কাঁধ দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে আবার কাঁধের ওপর নিয়ে আসার ফ্রি স্টাইলে এই কৃতিত্বে এবার দ্বিতীয় দফা গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির জুবায়ের। ৩০ সেকেন্ড ক্যাটাগরিতে এর আগে রেকর্ডটি ছিল ভারতের তরুণ কুমার নামের এক যুবকের। আর মিনিটে ৬৫ বারের রেকর্ডটি জুবায়ের নিজেই গড়েছেন গত ৩০ জুলাই।
আশিকুর রহমান জুবায়ের পড়াশোনার পাশাপাশি ক্রিকেট ও ফুটবলে আগ্রহী ছেলেবেলা থেকেই। এতে স্কুল পর্যায়ের টিমেই তার সুযোগ হয়ে যায়। তখন থেকেই ফুটবলকে ঘিরে এমন কিছু একটা করতে চেয়েছিলেন যেন দৃষ্টান্ত হয়ে থাকে। আর সেই চিন্তাভাবনা থেকেই কাঁধের ওপর ফুটবল নাচিয়ে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তোলেন। যা থেকে দ্বিতীয় দফা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ঝালকাঠির ছেলে, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের (২২)।
বাবা জালাল আহম্মদ, মা রোকসানা আহম্মদ। চার ভাইবোনের মধ্যে সবার ছোট জুবায়ের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ায় পরিবারের সমর্থন ও সহযোগিতা পেয়েছেন । পড়াশোনায় মেধার প্রমাণের পাশাপাশি ফুটবল ও ক্রিকেটে দক্ষতা দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই সাফল্য এলো।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?