কুকুরের জন্য আসছে অগম্যান্ট রিয়েলিটি চশমা
কুকুরের জন্য আসছে অগম্যান্ট রিয়েলিটি চশমা
![]() |
বর্তমানে প্রশিক্ষিত কুকুরদের নির্দেশনা দিতে ব্যবহার করা হয় হাতের ইশারা বা লেজার লাইট। তবে পদ্ধতিই যেটাই হোক নির্দেশককে থাকতে হতো কাছাকাছি। কিন্তু এখন দূর থেকেই এমনটা সম্ভব হবে। আর তা সম্ভব করছে একটি নির্দিষ্ট চশমা। যা কুকুরের চোখে পরিয়ে দিলেই নির্দেশনা দিতে আর কুকুরের কাছাকাছি থাকার প্রয়োজন নেই।
সম্প্রতি এমনই এক অগম্যান্ট রিয়েলিটি (এআর) চশমার ডেমো দেখিয়েছে আমেরিকান আর্মির গবেষণা ল্যাবরেটরি। চশমাটি অবশ্য বানিয়েছে কমান্ড সাইট নামের একটি প্রতিষ্ঠান। যদিও গবেষণাটি একদমই প্রাথমিক পর্যায়ে আছে তবে শুরুতেই যে সাফল্য এসেছে তাকে অসাধারণ বলছেন কমান্ড সাইটের প্রতিষ্ঠাতা ড. এজে পিপার।
এই চশমার সাহায্যে কুকুরগুলো একধরণের ভিজ্যুয়াল নির্দেশনা দেখতে পাবে। যা তাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সহযোগিতা করবে। তবে তার জন্য নতুন করে প্রশিক্ষণ দিতে হবে কুকুরগুলোকে।
অবশ্য প্রশিক্ষিত কুকুরকে চশমা পরানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও খারাপ আবহাওয়া ও তুষার পাতের সময় চশমার ব্যবহার হতো। তবে এবারের এই চশমায় থাকছে আরও নতুন কিছু ফিচার।
এআর চশমার মাধ্যমে কুকুরকে বিপজ্জনক জায়গা থেকে নিরাপদে বের করে আনতে নির্দেশনা দিতে পারবেন মার্কিন সেনাবাহনী।
রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের গবেষক জাস্টিন ব্রোংক বলছেন, শারীরিক দূরত্ব বজায় রেখে কুকুরকে নির্দেশ দেওয়ার বিষয়টি অনেক কিছুতেই আর্মিকে সুবিধা দিবে। আর্মি কুকুর প্রশিক্ষক দলগুলো এই নতুন প্রযুক্তি নিয়ে খুবই আশান্বিত।
প্রাথমিকভাবে পরীক্ষিত চশমাগুলো ছিলো তারযুক্ত। এমন সাফল্যের পর তারবিহীন অগম্যান্ট রিয়েলিটি চশমা তৈরিতে নতুন করে ফান্ড দেওয়া হয়েছে কমান্ড সাইটকে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে দুই বছরের মধ্যে প্রযুক্তিটি বাজারজাত করার আশা করছে মার্কিন আর্মি রিসার্চ ল্যাবরেটরি।

আরও পড়ুন

জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?