বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাইলট ছাড়া যাত্রীবাহী বিমান উড়বে ২০৩০ সালে

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৫৭, ১১ অক্টোবর ২০২০

৯৯০

পাইলট ছাড়া যাত্রীবাহী বিমান উড়বে ২০৩০ সালে

যাত্রী পারাপারে ২০৩০ সালে চালক ছাড়া বিমান চালানোর লক্ষ্যে কাজ করছে ইংল্যান্ডের বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটেন নরমেন। কোনো পাইলট ছাড়াই কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলবে বিমানগুলো।

তার আগে অবশ্য ২০২৫ সালে, একজন পাইলটের সাহায্যেই বিমান চালানোর বিষয়ে প্রতিষ্ঠানটি আশাবাদী। এই প্রকল্প বাস্তবায়নে তাদের সাথে যুক্ত হয়েছে স্বায়ত্তশাসিত বিমান বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ব্লু বেয়ার। 

ছোট দূরত্ব আসা-যাওয়ার জন্য কিছু বিশেষ বিমান আছে বৃটিশ নরমেনের। যেগুলোতে যাত্রী সংখ্যা থাকে ৯ জন এবং উড়ার জন্য লম্বা রানওয়ে ব্যবহার করতে হয়না। প্রাথমিকভাবে স্কটল্যান্ডের ছোট দ্বীপগুলোর মাঝে চলাচল করা এই বিমানগুলো দিয়েই পরীক্ষা শুরু করবে প্রতিষ্ঠান দুটি। 

তবে পাইলট ছাড়া বিমান চালানো সফল হলেও সেসব বিমানে যাত্রী পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। 

২০১৮ সালের এক গবেষণায় দেখা যায় ৬৩ শতাংশ যাত্রীই পাইলট ছাড়া বিমানে উঠতে চান না। অন্যদিকে ৫২ শতাংশ যাত্রী একজন পাইলট আছে এমন বিমানে উড়তে অনিচ্ছুক। একই কথা বলছে বৃটিশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশনও। সংগঠনটির দাবি, মানুষ পাইলট ছাড়া বিমান চলার বিষয়টি প্রত্যাখ্যান করবে যাত্রীরা। পাইলটও তাদের মতো সমান ঝুঁকি নিচ্ছে এই বিষয়টি যাত্রীদের ভরসা যোগায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ব্রায়ান স্ট্রাটন দ্যা টাইমস-এ দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিমানে সব ধরণের অত্যাধুনিক প্রযুক্তি আমরা স্বাগত জানাই। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সে বিষয়ে আমরা সন্দিহান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank