বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউটিউব থেকে কৌশল শিখে ব্যাংক লুট 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:১৪, ১০ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:০৭, ১০ অক্টোবর ২০২০

১০২২

ইউটিউব থেকে কৌশল শিখে ব্যাংক লুট 

ইউটিউবের কল্যাণে বর্তমান সময়ে যেকোনো কিছু শিখে ফেলা অনেকটাই সহজ হয়ে গেছে। যে বিষয় জানার ইচ্ছে তার আগে শুধু ‘হাউ  ‍টু’ বসিয়ে সার্চ দিলেই চলে আসে অসংখ্য কন্টেন্ট। বেশিরভাগ মানুষই হয়তো নতুন রেসিপি, মেকআপ বা অন্যকোনও বিষয়ে জানতে সার্চ দেন। কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা সৌম্যরঞ্জন জেন ইউটিউব ব্যবহার করেছেন ডাকাতি শিখতে। 

শুধু দেখেই ক্ষান্ত হননি তিনি। লুটও করেছেন দুটি ব্যাংক। খেলনা বন্দুক ব্যবহার করে ৭ সেপ্টেম্বর ইনফোসিটি এলাকার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ২৮ সেপ্টেম্বর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র বারিমুন্ডা শাখা থেকে লুট করেন প্রায় ১২ লক্ষ টাকা। দুটো ব্যাংকেই তার একাউন্ট ছিলো। 

সম্প্রতি নিজের বাড়ি থেকে নগদ ১০ লাখ রুপি, খেলনা বন্দুক এবং একটি গাড়িসহ জেনকে গ্রেফতার করে পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নিজের গ্রামের একটি দোকান রয়েছে যেখানে সৌম্যরঞ্জন জেন শাড়ি, জুতা এবং অন্যান্য জিনিস বিক্রি করে। সেখানে তার মাসিক টার্নওভার ছিল ৯ লক্ষ রূপি। ব্যবসা প্রসারে  ১৯ লক্ষ টাকার লোনও নিয়েছিল জেন। কিন্তু লকডাউন চলাকালীন ক্ষয়ক্ষতিতে হতাশ হয়ে পড়েন ভারতের উড়িষ্যা রাজ্যের ২৫ বছর বয়সী জেন। 

এদিকে ঋণ পরিশোধ কীভাবে করা যায় তা ভাবতেই  ইউটিউব দেখে ডাকাতি শেখার কথা মাথায় আসে তার। কিন্তু সত্যিকার বন্দুক না থাকায় খেলনা বন্দুক নিয়েই ব্যাংক লুট করেন তিনি। 

এ প্রসঙ্গে জেন গণমাধ্যমকে জানান, ঋণের চাপে পড়েই এমন কাজ করেছেন। লুট করা টাকায় লোনের কিছু অংশও পরিশোধ করেছিলেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank