২০২৩ সালের শুরুতে দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ শেষ হতে পারে
২০২৩ সালের শুরুতে দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ শেষ হতে পারে
২০২৩ সালের শুরুতেই শেষ হতে পারে দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ। এই সংকট কীভাবে মোকাবেলা করা হবে তা স্পষ্টও করেনি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। জাতীয় ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠানটি নিশ্চুপ থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্র বলছে, ২০২৪ সালের মাঝামাঝি দেশের তৃতীয় সাবমেরিন কেবল এসইএ-এমই-ডব্লিউই -৬ আসার পরে এই সমস্যার সমাধান হবে, তবে বর্তমান ব্যান্ডউইথের বৈধতা ২০২২ সালের মধ্যে শেষ হওয়ায় পরবর্তী দুই বছর ব্যান্ডউইথ ছাড়াই কাটাতে হতে পারে।
করোনা পরিস্থিতিতে দেশে ইন্টারনেটের ব্যবহার ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। কেননা মানুষ দৈনিক অন্তত ৬-৮ ঘন্টার ইন্টারনেট ব্যবহার করে। করোনার আগে যার গড় ছিল ২ ঘন্টা।
এ বিষয়ে অপটিম্যাক্স কমিউনিকেশনের পরিচালক ইমদাদুল হক বলেন, ভবিষ্যতে মানুষের ইন্টারনেট ব্যবহার আরও অনেক বেশি বাড়বে। যার বেশিরভাগ ব্যবহার হয় ব্যান্ডউইথ দিয়ে। তিনি হাতাশা প্রকাশ করে বলেন, এমন অবস্থাতেও বিএসসিসিএল কীভাবে তা মোকাবেলা করা হবে এখনও তা স্পষ্ট করেনি।
যদিও এসইএ-এমই-ডব্লিউই -৪ ও এসইএ-এমই-ডব্লিউই -৫ এর কারণে কিছুটা আশা আছে। কেননা এসইএ-এমই-ডব্লিউই -৪ এর সাথে যুক্ত আছে ভারত, মিয়ানমার ও সিঙ্গাপুর। এরমধ্যে কোন একটি দেশ নতুন ক্যাবল ব্যবহার না করলেই বাংলাদেশ সেখান থেকে ব্যান্ডউইথ আমদানি করতে পারবে।
আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটররা দাবি করেছেন যে, তাদের ব্যান্ডউইথ আমদানির ক্ষমতা সীমাহীন। তবে ভারতীয় সাবমেরিন কেবলগুলির ক্ষমতা এবং তারা কতটা ব্যান্ডউইথ বাংলাদেশকে সরবরাহ করতে পারে তার উপর সবকিছু নির্ভর করছে।
সময়মতো ব্যান্ডউইথ না কিনলে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। কম ব্যান্ডউইথের অর্থ বিদ্যমান ভলিউমের জন্য আরও বেশি ব্যয় হওয়া অ্যাসোসিয়েশন অব এ কথা জানান, মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশ (এএমটিওবি) এর মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব।)
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট