নাসার লেগেছে কয়েক যুগ, প্রথমবারেই সফল চীন
নাসার লেগেছে কয়েক যুগ, প্রথমবারেই সফল চীন
লালগ্রহ মঙ্গলে ১৫ মে সফলভারে অবতরণ করেছে চীনের রোভার ঝুরং। এর মাধ্যমে দ্বিতীয় দেশ হিসেবে এই গ্রহে রোভার অবতরণের স্বীকৃতি পেয়েছে দেশটি। তবে বিশেষ এক কারণে চীন এখানে অনেক এগিয়ে।
কেননা কোন দেশই তাদের প্রথম মঙ্গল মিশনে একই সাথে অরবিট পার করা, বাইরে থেকে মঙ্গল পর্যবেক্ষণের পাশাপাশি সফলভারে রোভার অবতরণ করাতে পারেনি। সেখানে প্রথম চেষ্টাতেই সবকিছুতে সাফল্য পেয়েছে চীন।
ন্যাচার নামক সংবাদমাধ্যমকে মহাকাশ বিজ্ঞানী রবার্তো ওরোসেই বলেন, চীন তা একবারেই করেছে যা নাসার কয়েক যুগ লেগেছে। অন্যদিকে আরেক মহাকাশ গবেষক জোনাথন ম্যাকডওয়েল এটাকে ‘দুঃসাহসী পদক্ষেপি’ হিসেবে মন্তব্য করেছেন।
যেখানে অবতরণ করেছে
মহাকাশ যানের নামটির মূলত চীনের অগ্নিদেবতা ঝুরং এর নাম অনুসরণে রাখা হয়েছে। যানটি তিয়ানওয়েন-১ রকেটে কক্ষপথ অতিক্রম করে মঙ্গলগ্রহের ইউটোপিয়া প্লানিতিয়া নামে বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। নাসার মঙ্গলযানও কাছাকাছি জায়গায় অবতরণ করেছিল।
মঙ্গলগ্রহের এই অঞ্চলটি কোটি কোটি বছর পূর্বে গঠিত হয়েছিল, যখন কোনও উল্কাপিণ্ড গ্রহের পৃষ্ঠে ভেঙে পড়েছিল। আশেপাশের অঞ্চলটি বেশিরভাগ আগ্নেয়গিরির পদার্থে আবৃত।
এই অঞ্চলটি ঘুরে দেখার জন্য ঝুরং প্রথম রোভার নয়। ১৯৭৬ সালে, নাসার ভাইকিং-২ ল্যান্ডারটি আরও উত্তর দিকে ইউটোপিয়া প্লানিতিয়ায় অবতরণ করে। সেখানের ছবিসহ নমুনা হিসেবে মাটি নিয়ে আসা হয়।
এটা কি করবে?
বর্তমানে রোবটযান ঝুরংকে তাকে বহন করে নেয়া যান থেকে পৃথক করা হচ্ছে। তারপরই শুরু হবে তিনমাসব্যাপী এই কার্যক্রম। ২৪০ কেজি ও ছয় চাকাযুক্ত রোভারটি ছয়টি পৃথক বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে সজ্জিত এবং এতে চারটি বৃহৎ সৌর প্যানেল রয়েছে, যার জন্য এটাকে "নীল প্রজাপতি" এর মতো দেখা যায়।
এর আগের মঙ্গল মিশনের মতো ঝুরংও চারপাশের পরিবেশ বিশ্লেষণ করবে। মিশনটি স্থানীয় পরিবেশের চারটি দিক জরিপ করবে বলে আশা করা হচ্ছে-
• মঙ্গলগ্রহের ভূ-তাত্তিক কাঠামো
• মাটির গঠন ও বরফের সম্ভাব্য উপস্থিতি
• রাসায়নিক উপদান, খনিজ ও শিলার বিভিন্ন প্রকার
• বায়ুমণ্ডল এবং পাথুরে পৃষ্ঠের শারীরিক বৈশিষ্ট্য।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট