রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলপৃষ্ঠে চীনের রোভার

সাই-টেক ডেস্ক

১২:৪৮, ১৫ মে ২০২১

আপডেট: ১২:৪৯, ১৫ মে ২০২১

৬৬৯

দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলপৃষ্ঠে চীনের রোভার

মঙ্গলপৃষ্ঠে চীনের একটি মহাকাশযান সফলভাবে অবতরণ করেছে। শনিবার (১৫ মে) ভোরে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়া এই তথ্য জানায়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র মঙ্গলগ্রহে মাহাকাশযান সফলভাবে অবতরণ করাতে পেরেছিল। 

ছয় চাকাযুক্ত ‘ঝুরং’ রোবটটি গ্রহের উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চল ইউটোপিয়া প্লানিতিয়াতে অবতরণ করে। অবতরণের জন্য একটি প্রতিরক্ষামূলক ক্যাপসুল, একটি প্যারাসুট এবং একটি রকেট প্ল্যাটফর্ম ব্যবহার করে ঝুরং। 

এটির সৌর প্যানেলগুলি উন্মুক্ত করে পৃথিবীতে ফিরে একটি সংকেত পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। 

২৪০ কেজি ওজনের এই রোবটযানের নাম দেওয়া হয়েছে চীনের অগ্নিদেবতার নামে। এই রোভারে আছে ছয় ধরনের বৈজ্ঞানিক গবেষণার সরঞ্জাম। রোভারটির লক্ষ্য হলো- সৌরজগতের চতুর্থ গ্রহে কখনো প্রাণের সঞ্চার হয়েছিল কি না, তা খুঁজে বের করা। এ লক্ষ্যে শক্তিশালী একটি রাডার ব্যবহার করে মঙ্গলের মাটি, মাটির নিচের পানি ও বরফ এবং বায়ুমণ্ডল পরীক্ষা করবে রোভারটি।

যুক্তরাষ্ট্র ছাড়াও এর আগে সংযুক্ত আরব আমিরতের পাঠানো হোপ অরবিটাল মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। এটি পৃষ্ঠে অবতরণ না করে উপর থেকে মঙ্গলকে প্রদক্ষিণ করে গ্রহটির আবহাওয়া ও বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত