সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইফোন ১২ কবে আসছে?

সাই-টেক ডেস্ক

১১:৪১, ৭ অক্টোবর ২০২০

আপডেট: ১৫:০৭, ৭ অক্টোবর ২০২০

১৪০১

আইফোন ১২ কবে আসছে?

স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে নতুন আইফোন কখন বাজারে আসবে সে আকর্ষণ থাকে সবসময়ই। তাই সেপ্টেম্বরের  জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন আইফোন প্রেমীরা। কেননা প্রতিবছর সেপ্টেম্বরেই অ্যাপল জানায় তাদের কি কি নতুন পণ্য বাজারে আসছে।

কিন্তু এবছর কেবল অ্যাপল ওয়াচ সিরিজ ৬ ও নতুন আইপ্যাডের ঘোষণা আসায় হতাশ ছিলেন অনেক গ্রাহক। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে তাদের। এক ইভেন্টের মাধ্যমে অ্যাপল জানাবে কখন থেকে গ্রাহকরা হাতে পাবেন আইফোন ১২।  

আগামী ১৩ অক্টোবর সে উপলক্ষে ভার্চুয়াল ইভেন্ট আয়োজন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সময় রাত ১১ টায় তাদের স্টিভ জবস থিয়েটার থেকে লাইভে যাবে এই টেক জায়ান্টরা। এই ইভেন্টের ট্যাগলাইন হলো ‘হাই, স্পিড । 

এবার তাদের নতুন প্রোডাক্টের মধ্যে থাকছে ছোট স্মার্ট স্পিকার, হেডফোন,  ট্রিভি স্ট্রিমিং বক্স ও লোকেশন ট্রেকিং ডিভাইস। তবে এত কিছুর মাঝে আইফোন ১২-ই যে মধ্যমণি হবে তার আর বলতে হয়না। সাধারণত ইভেন্টের ট্যাগলাইনে নতুন আইফোন সম্পর্কে ক্লু থাকায় এবারের ‘হাই, স্পিড’ ট্যাগলাইনটির অর্থ কী হতে পারে তা নিয়ে ইতিমধ্যে অনেক জল্পনা চলছে। তবে অনেকে ভাবছেন এবারের আইফোনে ৫জি-র পাশাপাশি থাকবে এ-১৪ প্রসেসর। যার ফলে মোবাইলটি হবে অনেক বেশি দ্রুতগতির। 

আইফোন ১২ তে আবার থাকছে চারটি বাড়তি বৈচিত্র্য:

  • ৫.৪ ইঞ্চির আইফোন ১২
  • ৬.১ ইঞ্চির আইফোন ১২ ম্যাক্স
  • ৬.১ ইঞ্চির আইফোন ১২ প্রো
  • ৬.৭ ইঞ্চির আইফোন ১২ প্রো
Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত