রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বছর শেষেই ফোল্ডিং ডিসপ্লের ফোন আনছে স্যামসাং

সাই-টেক ডেস্ক

১৬:০০, ১ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৯:১৭, ১ ফেব্রুয়ারি ২০২১

৬২৪

বছর শেষেই ফোল্ডিং ডিসপ্লের ফোন আনছে স্যামসাং

নতুন সব ফিচার আর ডিজাইনের ফোন বাজারে আনতে স্যামসাংয়ের জুড়ি নেই। বর্তমানে তারা ফোল্ডেবল ডিসপ্লে-স্লাইড ফোন নিয়ে কাজ করছে। চলতি বছরের শেষদিকে অথবা ২০২২ সালের শুরুতে এ ফোন ব্যাপকভাবে বাজারজাত করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান।

এর আগে ২০১৯ সালে ফোল্ডিং ও স্লাইড সুবিধাযুক্ত গ্যালাক্সি-জেড ফ্লিপ মডেলের ফোন বাজারে এনেছিলো স্যামসাং। কিন্ত ওই মডেলের ফোনগুলোর সিঙ্গেল ডিসপ্লে ভাঁজ করা যেতো। নতুন ফোনগুলো পুরো স্ক্রিন ভাঁজ করে রাখা যাবে। এমনকি স্লাইড করে উল্টানো যাবে পুরো পর্দা।

স্যামসাংয়ের ফিচারভিত্তিক ওয়েবসাইট স্যামমোবাইল নতুন এ মডেলের ফোনগুলো বাজারে আসার খবর প্রকাশ করে। প্রতিষ্ঠানটির সিস্টার কোম্পানি স্যামসাং ডিসপ্লের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে অনেক নির্মাতা প্রতিষ্ঠান এমন ফিচারের ধারণা দিলেও বাজারে প্রথমবারের মতো এ ফোন আনছে স্যামসাং।

ফোনটির মডেল ও নাম এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়া, নতুন মডেলের পাশাপাশি গ্যালাক্সি জেড সিরিজের আরও দুটি ভ্যারিয়েন্ট একই সময় প্রকাশিত হতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত